রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৯:৫৫ pm
নিজস্ব প্রতিবেদক, তানোর :
রাজশাহীর তানোরে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। আজ (২৯ ডিসেম্বর) বুধবার সকালে দুইদিন ব্যাপি এ মেলার উদ্বোধন করেন সাংসদ প্রতিনিধি, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও যুবলীগের সংগ্রামী সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না।
উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় বিজ্ঞান প্রযুক্তি যাদু ঘরের তত্ত্বাবধানে ও বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে এতে সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তানোর এসিল্যান্ড স্বীকৃতি প্রামানিক ও তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন, তানোর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী তারিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিকী, নারী ভাইস চেয়ারম্যান সোনীয়া সরদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার সানাউল্লাহ ও এসিডি প্রোগ্রাম অফিসার কৃষ্ণা বিশ্বাস প্রমুখ।
এতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। আজকের তানোর