সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৪:২৩ pm
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে একটি খড়ভর্তি নসিমন। বুধবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রাজশাহীর নন্দনগাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
রাজশাহী রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার আব্দুল করিম এতথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নন্দনগাছি এলাকায় একটি খড়ভর্তি নসিমন রেললাইনে ওঠার পর বিকল হয়ে পড়ে। তবে কোনোভাবেই ইঞ্জিন চালু করা যাচ্ছিল না। এসময় গোবরা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি নসিমনটিকে ধাক্কা দেয়। এতে দুমড়ে-মুচড়ে যায় খড়ভর্তি নসিমন। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। চালক ট্রেন আসা দেখে আগেই নসিমন থেকে সড়ে পড়েন। দুর্ঘটনার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
স্টেশন ম্যানেজার আব্দুল করিম জানান, স্থানীয়দের সহায়তায় নসিমনটি সরিয়ে নেওয়া হয়। লাইন ক্লিয়ার হতে প্রায় এক ঘণ্টা সময় লেগে যায়। এতে ওই স্থানে ক্রসিংয়ে থাকা ট্রেনগুলো ছাড়তে কিছুটা বিলম্ব হয়। আজকের তানোর