রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৮:৪৮ pm
নিজস্ব প্রতিবেদক, তানোর :
রাজশাহীর তানোরে বীরমুক্তিযোদ্ধা ও অসহায় প্রান্তিক প্রতিবন্ধীরদের মাঝে শীতবস্ত্র (কম্বল) প্রদান করা হয়েছে। আজ (২৬ ডিসেম্বর) রোববার দুপুরের দিকে উপজেলা পরিষদ চত্বরে প্রায় ৪৫ জন বীরমুক্তিযোদ্ধা ও ৪০ জন প্রতিবন্ধীদের মাঝে এসব শীতবস্ত্র প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। এ আয়োজনে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথ। মানবিক এ আয়োজন অংশ নেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মাদ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিকী ও নারী ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার প্রমুখ।
শীতবস্ত্র পাওয়া বেশ কয়েকজন বয়োজ্যেষ্ঠ বীরমুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী ব্যক্তি জানান, ‘এই গরম কাপড় পেয়ে আমাদের অনেক উপকার হলো। চেয়ারম্যান ও ইউএনও স্যারের জন্য দোয়া করি, তারা যেন দীর্ঘজীবি হন। এসময় শীতবস্ত্র পেয়ে নিজেদের খুশির কথা জানান উপকারভোগীরা। আজকের তানোর