রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ১০:৫২ am

সংবাদ শিরোনাম ::
কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল আঘাতের দাগে সম্পর্কের রূপান্তর ! রাজু আহমেদ তানোরে শিক্ষক সমিতিকে নিজ পকেটে রাখতে মরিয়া বিএনপি নেতা মিজান অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে লড়তে চান জেড আই খান পান্না
ফুটবলে বিরল ঘটনার জন্ম দিল বসুন্ধরা

ফুটবলে বিরল ঘটনার জন্ম দিল বসুন্ধরা

ক্রীড়া ডেস্ক : বল নিয়ে মাঠের মাঝখানে অপেক্ষায় তিন রেফারিসহ ম্যাচ কমিশনার রকিবুল আলম। এক পাশে অনুশীলনে ব্যস্ত স্বাধীনতা ক্রীড়া সংঘ। ম্যাচ শুরু হওয়ার কথা বিকেল ৪টায়। নির্ধারিত সময় পেরিয়ে রেফারির হাতের ঘড়িতে সোয়া চারটা বাজতেই মাঠ ছেড়ে বের হয়ে এলেন রেফারিরা। বসুন্ধরা কিংস মাঠে না আসায় পরিত্যক্ত হয়েছে ফেডারেশন কাপের প্রথম ম্যাচ।

প্রতিপক্ষ না আসায় বাংলাদেশের ফুটবলে ম্যাচ পরিত্যক্ত হওয়ার ঘটনা নতুন কিছু নয়। কিন্তু টুর্নামেন্টের প্রথম ম্যাচেই প্রতিপক্ষ না আসায় খেলা গড়ায়নি মাঠে; এ যে বিরল এক ঘটনা! এমন এক ঘটনারই জন্ম দিয়েছে ফেডারেশন কাপের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামের অ্যাস্ট্রো টার্ফে খেলতে না চাওয়া ও টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল ফরম্যাট নিয়ে আপত্তি তুলে গতকাল ফেডারেশন কাপ থেকে নাম প্রত্যাহার করে বসুন্ধরা। টার্ফের মাঠ খেলোয়াড়দের জন্য ঝুঁকিপূর্ণ, একাধিক ক্লাব এই আপত্তি তোলা সত্ত্বেও কমলাপুরেই খেলা চালিয়ে যেতে রীতিমতো যেন গোঁ ধরে ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কিন্তু বসুন্ধরা না আসায় এখন অনিশ্চয়তায় ফেডারেশন কাপের ভবিষ্যৎ।

বিকেল ৪টায় বসুন্ধরা-স্বাধীনতা ক্রীড়া সংঘের ম্যাচ দিয়ে শুরু হওয়ার কথা ছিল এবারের ফেডারেশন কাপ। বিকেল সোয়া চারটা পর্যন্ত বসুন্ধরা মাঠে না আসায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ কমিশনার রকিবুল আলম। দুই দলের এক দল মাঠে না এলে সাধারণত ওয়াকওভার পায় অপর দল। সে ক্ষেত্রে ৩-০ গোলে জয়ী ঘোষণা করা হয় সেই দলকে। তবে বসুন্ধরা-স্বাধীনতা ম্যাচে সেই নিয়ম আপাতত খাটছে না। ম্যাচের রিপোর্ট বাফুফের ডিসিপ্লিনারি বা শৃঙ্খলা কমিটির কাছে তুলে দিয়েছেন রকিবুল আলম। এই ম্যাচের ভবিষ্যৎ এখন বাফুফের হাতে বলে সাংবাদিকদের জানিয়েছেন তিনি, ‘বাইলজ অনুযায়ী ম্যাচের ১৫ মিনিটের মধ্যে কোনো দল না এলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। আমরা আমাদের ম্যাচ রিপোর্ট বাফুফের কাছে জমা দিয়েছি। এখন যা করার বাফুফের ডিসিপ্লিনারি কমিটি করবে।’

দিনের দ্বিতীয় ম্যাচে আবাহনীর বিপক্ষে মাঠে নামার কথা ছিল উত্তর বারিধারা ক্লাবের। আজ সকালে ফেডারেশন কাপ থেকে নাম সরিয়ে নিয়েছে বারিধারাও। আরেক ক্লাব মুক্তিযোদ্ধাও জানিয়েছে ঘাসের মাঠে খেলা না হলে তারা ফেডারেশন কাপে খেলবে না। তিন ক্লাব সরে দাঁড়ানোর ঘোষণায় কী পদক্ষেপ নেবে বাফুফে, সেই বিষয়ে সন্ধ্যায় সাংবাদিকদের অবহিত করবেন বাফুফে লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী। আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.