সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০২:৩৮ pm
নিজস্ব প্রতিবেদক : জঙ্গিবাদ দমনে বর্তমান সরকারের ভূমিকা প্রশংসার দাবিদার বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইউনাইটেড ইসলামিক পার্টির চেয়ারম্যান মাওলানা মো. ইসমাইল হোসাইন।
তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার জঙ্গিবাদ দমন এবং উগ্রবাদ নিরসনে যে অভূতপূর্ব ভূমিকা রেখেছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।’
‘সাম্প্রদায়িক অপশক্তি জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে আলেম ওলামাদের করণীয় কি?’ শীর্ষক এক আলোচনা সভা ও ইসলামিক সাংষ্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শুক্রবার রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান জেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইউনাইটেড ইসলামিক পার্টির রাজশাহী বিভাগ এ সভার আয়োজন করে।
মাওলানা মো. ইসমাইল হোসাইন বলেন, ‘বিএনপি-জামায়াতের শাসন আমলে সারা বাংলাদেশে শক্ত অবস্থান তৈরি করে জঙ্গিরা। অসাম্প্রদায়িক দেশ হিসেবে বাংলাদেশের নাম মুছে ফেলতে পরিকল্পনা করতে থাকে তারা। শুরু হয় জেএমবির আত্মঘাতী বোমা হামলা। বর্তমান সরকার জঙ্গিদের বিচারকার্যে কোন কালক্ষেপণ করেনি। বাংলাদেশের শীর্ষস্থানীয় সকল জঙ্গি ও তাদের সহযোগীরা ফাঁসির কাষ্ঠে ঝুলতে হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলেই। এটি প্রশংসার দাবিদার।’
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ইউনাইটেড ইসলামি পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ শফিউল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- রাজশাহীর বাকরাবাজ হুসাইনাবাদ মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জামাল উদ্দিন মাহমুদ সন্দিপী, মদিনাতুল কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোকাদ্দাসুল ইসলাম, রাজশাহী মহানগর ওলামা কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল গনি, সাধারণ সম্পাদক মুফতি ওমর ফারুক ও সাবেক সভাপতি আইয়ুব আলী।
এ ছাড়াও বক্তব্য দেন- মাওলানা মো. শাহাদাত হোসাইন, মাওলানা মো. বদরুজ্জামান, মাওলানা মো. সাইফুল্লাহ সাদি, খাজা হারুন-উর-রশিদ মিরন, আনোয়ার মতিন ও ইসলামী গবেষক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ।
সভায় রাজশাহী বিভাগের ৮ জেলার শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ইসলামিক সংগীত পরিবেশন করা হয়। আজকের তানোর