রবিবর, ১০ নভেম্বর ২০২৪, সময় : ০৯:১২ am
সাকিল হোসেন, নিয়ামতপুর (নওগাঁ) :
নওগাঁর নিয়ামতপুরে ‘ভাবিচা’ ইউপি নির্বাচনে মেম্বারপদে মনোনয়নপত্র উত্তোলন করেছেন মামুনূর রশিদ মামুন। তিনি অত্র ইউপির ৭ নম্বর ওয়ার্ডের বাঁকি কাজ আর অবহেলিত ও সুবিধা বঞ্চিত মানুষের সেবা ও সহায়তার লক্ষ্যে সম্প্রতি (২৩ ডিসেম্বর) বৃহস্পতিবার দুপুরে নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র উত্তোলন করেছেন। এসময় তাঁর সঙ্গে ওই নির্বাচনি এলাকার বিপুল সংখ্যক কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
মামুন অত্র ইউপির ভাতকুন্দ গ্রামের বাসিন্দা। তাঁর পিতা মো. আয়েজ উদ্দিন। তিনি স্বভাবে নম্র ভদ্র ও পরউপকারি মানুষ। স্থানীয় সাংবাদিকদের জানান, ‘আগামী ইউপি নির্বাচনে অত্র ভাবিচা ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডে মেম্বারপদে আবারও লড়বেন তিনি। এজন্য জনগণ তাঁর মনোনয়নপত্র উত্তোলন করেছেন। এবার জয়ী হলে ওই অবহেলিত ওয়ার্ডকে ডিজিটাল মাদক ও সন্ত্রাসমুক্ত ওয়ার্ডে পরিণত করবেন। আর মানুষের প্রাপ্য সেবা নিশ্চিত করবেন বলেও অঙ্গিকার করেন মামুন।
উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৩ জানুয়ারী। আর ৬ জানুয়ারী যাছাই-বাছাই শেষে প্রার্থীতা প্রত্যাহার করা যাবে ১৩ জানুয়ারী। তবে, ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩১শে জানুয়ারী। আজেকের তানোর