শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৯:২৬ am
বশির আহম্মেদ (নিজস্ব প্রতিবেদক) রাজশাহী :
স্বাস্থ্যবিধি মেনে রাজশাহীর মোহনপুরে দি এশিয়া ফাউন্ডেশনের অর্থায়নে ও উন্নয়ন সংস্থা মানব কল্যাণ পরিষদ -এমকেপি কর্তৃক বাস্তবায়নাধীন ‘পিস’ প্রকল্পের আওতায় এক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আজ (২২ ডিসেম্বর) মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মোহনপুর উপজেলার ধুরইল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মোহাব্বতপুর দারুল উলুম আলিম মাদরাসা মাঠে এ প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।
প্যানেল আলোচনায় অত্র ইউনিয়ন ৭নং ওয়ার্ড সিপিএফের সভাপতি আফাজউদ্দিনের সভাপতিত্বে উগ্রবাদ বিষয়ে আলোচনা করেন, প্যানেলিস্ট মোহনপুর সরকারি কলেজের প্রভাষক রোখসানা মেহবুব চপলা এবং মোহনপুর থানার সেকেন্ড অফিসার আলহাজ্ব উদ্দিন। এশিয়া ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার শফিউল আওয়াল। এসময় বক্তব্য রাখেন, মোহাব্বতপুর দারুল উলুম আলিম মাদ্রাসা অধ্যক্ষ, মাওলানা মকসেদ আলী, পুরোহিত তাপস সার্নাল, মানব কল্যাণ পরিষদের হিসাব ও প্রশাসনিক কর্মকর্তা নরেশ চন্দ্র সরকার, এবং প্রোগ্রাম ম্যানেজার মনিরা পারভীন ও বিটের দ্বায়িত্ব প্রাপ্ত এএসআই হারুন অর রশিদ। এসময় উপস্থিত ছিলেন, মানব কল্যাণ পরিষদের উপজেলা কো-অর্ডিনেটর বশির আহমেদ ও শহিিদু ইসলামসহ এবং সিপিএফ সদস্য, শিক্ষক ও শিক্ষার্থী ৬০জন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান প্যানেলিস্ট বলেন, সমাজ থেকে সহিংস উগ্রবাদ নির্মুল করনে শিক্ষক ও ধর্মীয় নেতাদের উগ্র সন্ত্রাসবাদ মোকাবিলা করতে সিপিএফ সদস্যসহ স্থানীয়দের ভুমিকা বিষয়ে আলোচনা করা হয়।
এসময় সেকেন্ড অফিসার বলেন, মূলত পুলিশ ও জনগনের মধ্যকার দূরত্ব কমিয়ে পরস্পরের মধ্যে বিশ্বাস ও আস্থা তৈরির মাধ্যমে এলাকার মাদক, ইভটিজিং, বাল্যবিয়ে, যৌতুক এবং নারী নির্যাতন রোধ উগ্র ও সন্ত্রাসবাদ মোকাবিলা করে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত পুলিশের একটি প্রশংসনীয় উদ্যোগ হলো কমিউনিটি পুলিশিং। মূলত এলাকায় অপরাধ প্রতিরোধ ও আইন প্রয়োগে কমিউনিটি পুলিশিং কিভাবে তারা পুলিশকে সহায়তা করবে এবং করোনা পরিস্থিতিতে করনীয় বিষয়ে মাসিক সভার মুখ্য উদ্দেশ্য। আজকের তানোর