শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৩:৪৯ am
নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী :
স্বাস্থ্যবিধি মেনে রাজশাহীর গোদাগাড়ীতে দি এশিয়া ফাউন্ডেশনের অর্থায়নে ও উন্নয়ন সংস্থা মানব কল্যাণ পরিষদ -এমকেপি কর্তৃক বাস্তবায়নাধীন ‘পিস’ প্রকল্পের আওতায় এক পাবলিক মিটিং অনুষ্ঠিত হয়েছে। আজ (২১ ডিসেম্বর) মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়ন ২নং ওয়ার্ড পাবলিক মিটিং মানিকচক মোড়ে অনুষ্ঠিত হয়।
পাবলিক মিটিংয়ে অত্র ইউনিয়ন ২নং ওয়ার্ড সিপিএফের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে উগ্রবাদ বিষয়ে আলোচনা করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম ও এশিয়া ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার শফিউল আওয়াল। এসময় বক্তব্য রাখেন, মানব কল্যাণ পরিষদের হিসাব ও প্রশাসনিক কর্মকর্তা নরেশ চন্দ্র সরকার এবং প্রোগ্রাম ম্যানেজার মুনিরা পারভীন ও বিটের দ্বায়িত্ব প্রাপ্ত এসআই দেলোয়ার হোসেন। এতে উপস্থিত ছিলেন, মানব কল্যাণ পরিষদের উপজেলা কো-অর্ডিনেটরগন এবং সিপিএফ সদস্যসহ স্থানীয় ৫০ জন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ওসি বলেন, উগ্র সন্ত্রাসবাদ মোকাবিলা করতে সিপিএফ সদস্যসহ স্থানীয়দের ভুমিকা বিষয়ে আলোচনা করা হয়, মূলত পুলিশ ও জনগনের মধ্যকার দূরত্ব কমিয়ে পরস্পরের মধ্যে বিশ্বাস ও আস্থা তৈরির মাধ্যমে এলাকার মাদক, ইভটিজিং, বাল্যবিয়ে, যৌতুক এবং নারী নির্যাতন রোধ উগ্র ও সন্ত্রাসবাদ মোকাবিলা করে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত পুলিশের একটি প্রশংসনীয় উদ্যোগ হলো কমিউনিটি পুলিশিং। মূলত এলাকায় অপরাধ প্রতিরোধ ও আইন প্রয়োগে কমিউনিটি পুলিশিং কিভাবে তারা পুলিশকে সহায়তা করবে এবং করোনা পরিস্থিতিতে করনীয় বিষয়ে মাসিক সভার মুখ্য উদ্দেশ্য। আজকের তানোর