শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ০৬:১০ pm
নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে ‘ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’ নামক এক আন্তর্জাতিক সংস্থার ৫০ বছর পূর্তি ২০২১ উদযাপিত হয়েছে। আজ (২১ ডিসেম্বর) মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত অডিটোরিয়ামে এক উৎসব মুখর পরিবেশে সংস্থার অর্ধশত বছর উদযাপিত হয়।
শুরুতেই কেক কেটে আনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাংসদ ও শহীদ পরিবারের সন্তান শিক্ষা অনুরাগী তরুণ প্রজন্মের অহংকার সাবেক শিল্প প্রতিমন্ত্রী জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী। পরে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন তিনি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য দেন, তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও যুবলীগের সংগ্রামী সভাপতি লুৎফর হায়দার রশীদ ময়না ও তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা পংকজ চন্দ্র দেবনাথ। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য দেন, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু বাক্কার ও নারী ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার।
এতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রাজশাহী জেলার সিনিয়র ম্যানেজার মি. সেবাস্টিয়ান পিউরিফিকেশন, তানোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, বিশিষ্ঠ সমাজ সেবক আওয়ামী লীগ নেতা আবুল বাসার সুজনসহ বিভিন্ন শ্রেণীপেশার জনসাধারণ এতে উপস্থিত ছিলেন।
এদিকে, উক্ত অনুষ্ঠান শুরুর আগে জাতীয় পতাকা উত্তোলন ও মোমবাতি প্রজ্বলিত করে ৫০ বছর পূর্তির অনুষ্ঠান উৎসব মুখর পরিবেশে শেষ করা হয়। আজকের তানোর