বৃহস্পতিবর, ৩১ অক্টোব ২০২৪, সময় : ০১:১৮ am
নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর পৌরসভায় নৌকার মাঝি ইমরুল হক গণসংযোগ করেছেন। পৌর শহরের ৪ এবং ৫ নম্বর ওয়ার্ড এলাকায় এ গনসংযোগ করেন তিনি। এসময় ওই এলাকার প্রায় বাড়িতে ও দোকানে গিয়ে নৌকা প্রতীকে ভোট চান ইমরুল হক। আজ (১ ফেব্রুয়ারী) সোমবার সকাল থেকে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এ গণসংযোগ করেন তিনি।
তিনি বলেন, গত নির্বাচনে মাত্র ১৩ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলাম। সেজন্য প্রধানমন্ত্রী আবারো আমাকে নৌকার ঐতিহ্য রক্ষা করার জন্য তানোর পৌরসভায় মেয়রপদে আওয়ামী লীগর মনোনয়ন দিয়েছেন। তাই আমার দলীয় নেতাকর্মী ও সমর্থকদের কাছে বিনীত নিবেদন মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার প্রতি সম্মান প্রদর্শন করে যে কোন মুল্যে নৌকার বিজয সুনিশ্চিত করতে হবে।
সেজন্য দলমত নির্বিশেষে নৌকার জন্য কাজ করার আহ্বান জানান। তিনি আরো বলেন, ব্যক্তি ইমরুলের সাথে কারও দ্বন্দ থাকলেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকার সাথে কারও দ্বন্দ নেই। তাই আবারো সবার কাছে আমি উদাত্ত্য আহবান জানাই, আসেন আমরা সবাই সকল দ্বন্দ্ব বিভেদ ভুলে হাতে হাত রেখে নৌকার বিজয় সুনিশ্চিত করি।
এসময় উপস্থিত ছিলেন, তানোর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পাপুল সরকার, তানোর পৌর যুবলীগের সভাপতি রাজিব সরকার হিরো, সাধারণ সম্পাদক ওহাব সরদার, সাবেক সাধারণ সম্পাদক মৃদুল কুমার ঘোষ ছাড়াও আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মী এবং সমর্খকরা উপস্থিত ছিলেন। আজকের তানোর