রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৪:৩৮ am
শাকিল হোসেন, নিয়ামতপুর (নওগাঁ) :
নওগাঁর নিয়ামতপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে বসতবাড়ি থেকে উচ্ছেদ করে জোরপূর্বক বাড়ি ও জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি মেম্বারের বিরুদ্ধে। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চন্দননগর ইউনিয়নের চন্দননগর গ্রামের অসহায় গরীব ক্ষুদ্র নৃ-গোষ্ঠী (সাঁওতাল) শ্রী যশাই বাসকেসহ ৭/৮টি পরিবার চন্দননগর মৌজার ১ নম্বর সরকারি খাস খতিয়ানভুক্ত সম্পত্তির ১১৪৫ নং দাগের প্রায় ৮ শতক জায়গার উপর ৫০ বছর যাবত বসবাস করে আসছিল। হঠাৎ ১০ বছর পূর্বে স্থানীয় ইউপি সদস্য চন্দননগর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে দুলাল বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের উচ্ছেদ করে উক্ত সম্পত্তি দখল করে নেয়। এবিষয়ে গত ১০ অক্টোবর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়।
এনিয়ে যশাই বাসকে বলেন, আমরা দেশ স্বাধীনের পর থেকে এই জায়গার উপর বসবাস করে আসছি। হঠাৎ দুলাল মেম্বার হওয়ার পর আমাদের উচ্ছেদ করে জায়গাটি দখলে নেওয়ার হয়েছে। আমরা অসহায় গরীব হওয়ায় কোথাও কোন বিচার পাই নাই। সরকারের জায়গা তো গরীব দুখিরা ব্যবহার করতে পারে তারা কেন আমাদের উচ্ছেদ করে দখল করে নিবে। আমাদের থাকার কোন জায়গা নেই। জায়গাটি উদ্ধার করে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে আমাদের বসবাসের উপযোগী করে দিলে উপজেলা প্রশাসনের নিকট চিরকৃতজ্ঞ থাকবো।
প্রতিবেশি চায়ন সরদারের ছেলে ইউনুস আলী বলেন, আমরা দেখেছি তারা অনেকদিন যাবত ওই জায়গায় বসবাস করে আসছে। গত ২০১৬ সালে ইউপি নির্বাচনে দুলাল মেম্বর হওয়া পর সম্প্রতি তাদের উচ্ছেদ করে জয়গাটি দখলে নেয়। স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ সব জায়গায় তারা গিয়েছে কিন্তু বিচার পায়নি।
এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মনজুরুল আলম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। আজকের তানোর