রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৭:৩৮ pm
আশরাফুল ইসলাম রনজু, নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর তানোরের মুন্ডুমালা পৌরসভার সাবেক মেয়র গোলাম রাব্বানী ও বর্তমান মেয়র সাইদুর রহমানের বিরুদ্ধে উপজেলার বাইরে গিয়েে ফের এমপিবিরোধী সভা করার অভিযোগ উঠেছে। তবে বিক্ষুদ্ধ নেতাকর্মীদের তোপের মুখে পড়ে তাদের সেই আশা উবে গেছে।
স্থানীয়রা জানান, সম্প্রতি ১৮ ডিসেম্বর শনিবার স্বপ্ন পল্লী বিনোদন কেন্দ্রে এই ঘটনা ঘটেছে। মুন্ডমালা পৌর মেয়র সাইদুর রহমান বার্ষিক বনভোজন ও মিলনমেলার কথা বলে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও তাদের অনুগতদের নিয়ে নাচোল উপজেলার স্বপ্নপল্লী বিনোদন কেন্দ্রে নিয়ে যায়। তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র গোলাম রাব্বানী স্ব-পরিবারে এ মিলনমেলায় অংশ নেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গোলাম রাব্বানীর আগমনের খবরে সেখানে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা এসে উপস্থিত হয় যাদের সিংহভাগ পাওনাদার। কেউ চাকরির টাকা, কেউ ডিপের অপারেটর, কেউ দলীয় মনোনয়ন ইত্যাদির প্রলোভনে তাকে টাকা দিয়েছেন। কিন্তু প্রতিটি ক্ষেত্রেই সে ব্যর্থ হয়েছে। তবে টাকা ফেরত দিচ্ছে না। এসব টাকা-পয়সা পাওয়া-না পাওয়া নিয়ে রাব্বানীর সঙ্গে এসব নেতাকর্মী বিরোধে জড়িয়ে পড়ে। তারা বলেন, এমপি হবার স্বপ্ন দেখিয়ে আমাদের পথে বসিয়েছেন, আমরা আমাদের দেয়া টাকা ফেরত চাই।
অন্যদিকে সাইদুর রহমান বার্ষিক বনভোজনের কথা বলে তাদের নিয়ে গেলেও সেখানে রাজনৈতিক বিশেষ করে এমপি ও উপজেলা চেয়ারম্যানকে নিয়ে আপত্তিকর বক্তব্য দিলে নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে উঠে বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে। এসময় পৌরসভার কয়েকজন কর্মচারীর সঙ্গে মেয়রের ব্যাপক বাকবিতন্ডতা হয়।
এসব কর্মচারীরা বলেন, আমাদের বেতন দিতে পারেন না আবার এমপির বিরোধীতা করে আমাদের বিপাকে ফেলেন কার স্বার্থে। আপনাদের এসব রাজনৈতিক স্ট্যান্ডবাজি আমরা বুঝে গেছি আমরা এসবে নাই।
এবিষয়ে জানতে চাইলে গোলাম রাব্বানী ও সাইদুর রহমান বলেন, তাদের বিরুদ্ধে প্রতিপক্ষের এসব অপপ্রচার। তারা সেখানে বিনোদনের জন্য গিয়ে ছিলেন। কারও বিরুদ্ধে অপপ্রচার করতে নয় বলে এড়িয়ে গেছেন তারা। আজকের তানোর