শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ১০:০৫ am
নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় ভবানীগঞ্জ পৌর আওয়ামী লীগের উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে। মহান বিজয় ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভবানীগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে দিন ব্যাপি নানা অন্ঠুানের আয়োজন করা হয়েছে।
রোববার সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা শেষে ভবানীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি, মেয়র আব্দুল মালেক মন্ডলের নেতৃত্বে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি ভবানীগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় থেকে বের হয়ে উপজেলার সদরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে। পরে বিভিন্ন প্রকার খেলাধুলা অনুষ্ঠিত হয়।
মহান বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিকেলে আলোচনা সভা, বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
র্যালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মাজেদুর রহমান, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম, শ্রম সম্পাদক সাইফুল ইসলাম, ভবানীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার আব্দুল জলিল, পৌরসভার সহকারী প্রকৌশলী লিটন মিয়া, কাউন্সিলর হাচেন আলী, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আহাদ আলী, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর, ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, পৌর মহিলা লীগের সভাপতি, ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, সাধারণ সম্পাদক মর্জিনা বেগম, কৃষকলীগ নেতা বাচ্চু প্রমুখ। এ সময় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, আওয়ামী লীগ ও অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আজকের তানোর