রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০১:৩৮ pm
নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট : বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল থাকার শপথ করিয়েছেন। বৃহস্পতিবার বিকালে জয়পুরহাট সার্কিট হাউজ ময়দানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ শপথে অংশ নেন জয়পুরহাটের প্রায় ১৫ হাজার মানুষ।
শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য সার্কিট হাউজ ময়দানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত হোসেন,জেলা আওয়ামী লীগের সহসভাপতি সোলায়মান আলী,গোলাম হক্কানি,সাধারণ সম্পাদক জাকির হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলামসহ সরকারি সব দপ্তরের কর্মকর্তারা।
অনুষ্ঠানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সকল সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় ১৫ হাজার মানুষ শপথ নেয় বলে জেলা প্রশাসন জানিয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল থেকে বঙ্গবন্ধুর আদর্শে অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণ, দেশের মানুষের কল্যাণে সর্বশক্তি নিয়োগ এবং দেশকে ভালবাসার শপথ নেন তাঁরা। আজকের তানোর