রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ১১:২২ am
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্য ও জাপান বাংলাদেশকে ৫৬ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দিয়েছে। এর মধ্যে যুক্তরাজ্যের পক্ষ থেকে বাংলাদেশকে ৪১ লাখ এবং জাপানের পক্ষ থেকে ১৫ লাখ ডোজ টিকা দেওয়া হয়েছে।
আজ বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানে এই টিকা উপহার দেওয়া হয়।
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় টিকা উপহার দেওয়া উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট ডিকসন ও জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি যৌথভাবে এই টিকা হস্তান্তর করেন।
এ সময় অন্যদের মধ্যে স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) শাব্বির আহমেদ চৌধুরী ও বাংলাদেশে ইউনিসেফ প্রতিনিধি শেলডন ইয়েট উপস্থিত ছিলেন। সূত্র : আজকের পত্রিকা