বৃহস্পতিবর, ৩১ অক্টোব ২০২৪, সময় : ০১:১৮ am

সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্রের ট্রাম্পকে হিটলারের সঙ্গে তুলনা, যা বলছেন মেলানিয়া নেপালকে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশের নারীরা তানোরে টিসিএফের বিরুদ্ধে বিস্তর অভিযোগ রাজশাহীতে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার দুর্গাপুরে কীটনাশক দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা একাদশে শামসুন্নাহার জুনিয়রকে নিয়ে নামছে বাংলাদেশ দুইদিন পর রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস চলাচল স্বাভাবিক রাজশাহীসহ ৮ জেলায় নতুন জেলা প্রশাসক রাজশাহী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ মোহনপুরে সাংবাদিকদের উদ্যোগে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে প্রচারণা পুলিশ কর্মকর্তা বিজয়-উৎপলকে পেলে মিলবে ডা.কাজেম খুনের রহস্য নগরীতে ১০ পুলিশসহ ৫২ জনের বিরুদ্ধে মহিলা দল নেত্রীর মামলা দুর্গাপুরে শ্যামপুরবাসীর উদ্যোগে তাফসিল কুরআন মাহফিল রাজশাহীতে সাংবাদিকের উপর হামলা ও মামলার প্রতিবাদে মানববন্ধন পটুয়াখালী-৩ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচন করবেন ভিপি নুর ২০ জন আওয়ামীপন্থি সাংবাদিকের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানার লুট হওয়া গুলি উদ্ধার রাজশাহী-চাঁপাই রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা নগরীতে সড়ক দূর্টনায় শিশুর মৃত্যু, ছাত্র-জনতা বাস ভাঙচুর তানোরে জামায়াতে ইসলামীর আলোচনা ও প্রতিবাদ সভা
মিয়ানমারে সু চিসহ ক্ষমতাসীন দলের জ্যেষ্ঠ নেতারা ‘গ্রেপ্তার’

মিয়ানমারে সু চিসহ ক্ষমতাসীন দলের জ্যেষ্ঠ নেতারা ‘গ্রেপ্তার’

ডেস্ক রির্পোট : মিয়ানমারের ক্ষমতাসীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নেত্রী অং সান সু চিসহ দলটির অন্যান্য জ্যেষ্ঠ নেতাদের গ্রেপ্তার করেছে দেশটির সেনাবাহিনী। এনএলডির এক মুখপাত্র আজ সোমবার এ কথা জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স ও বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

আজ ভোরে সু চিসহ এনএলডির অন্যান্য জ্যেষ্ঠ নেতাদের গ্রেপ্তার করা হয় বলে জানান দলীয় মুখপাত্র। দেশটিতে কিছুদিন ধরে বেসামরিক সরকার ও সেনাবাহিনীর মধ্যে তীব্র উত্তেজনার পর আজকের এই ঘটনা ঘটল। এই ঘটনায় দেশটিতে সামরিক অভ্যুত্থানের আশঙ্কা করা হচ্ছে।

মিয়ানমারে গত নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে এনএলডি সরকার গঠনের জন্য যথেষ্ট আসন পায়। কিন্তু নির্বাচনে জালিয়াতির অভিযোগ তোলে সেনাবাহিনী। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলে আসছিল। এনএলডির মুখপাত্র মিও নয়েন্ট বার্তা সংস্থা রয়টার্সকে ফোনে বলেন, দলীয় নেত্রী সু চি, প্রেসিডেন্ট উইন মিন্ত ও দলের অন্যান্য নেতাদের ভোরে তুলে নেওয়া হয়েছে।

মিও নয়েন্ত বলেন, ‘আমি আমাদের জনগণকে চটজলদি কিছু না করার জন্য অনুরোধ করছি। আমি তাঁদের আইন মেনে চলতে বলছি।’

এনএলডির মুখপাত্র মিও নয়েন্ত নিজেও গ্রেপ্তার হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন। এনএলডির এক আইনপ্রণেতা নাম প্রকাশ না করে বলেন, দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হান থার মিন্টকেও গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে দেশটির সেনাবাহিনীর বক্তব্য জানার চেস্টা করেছে রয়টার্স। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো জবাব পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাজধানী নাইপিদো ও প্রধান শহর ইয়াঙ্গুনের সড়কে তাঁরা সেনাবাহিনীর সদস্যদের টহল দিতে দেখেছেন। নভেম্বরের নির্বাচনের ধারাবাহিকতায় আজ দেশটিতে নতুন পার্লামেন্টের অধিবেশন বসার কথা ছিল। কিন্তু সেনাবাহিনী এই অধিবেশন স্থগিতের দাবি জানিয়েছিল।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের ফেসবুক পোস্টে বলা হয়, কারিগরি সমস্যার কারণে তারা অনুষ্ঠান সম্প্রচার করতে পারছে না। মিয়ানমারে ২০১১ সাল পর্যন্ত সামরিক জান্তা ক্ষমতায় ছিল। জান্তা শাসনের সময় সু চি অনেক বছর ধরে গৃহবন্দী ছিলেন। সূত্র : প্রথমআলো। আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.