রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৪:৫১ pm
আশরাফুল ইসলাম রনজু, নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর তানোরে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ (১৪ ডিসেম্বর) মঙ্গলবার সকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে যথাযোগ্য মর্যাদায় পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ বুদ্ধিজীবীদের বিদেহী আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে সন্ধ্যায় শহীদ মিনারে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।
এরআগে উপজেলা পরিষদ সভাকক্ষে নির্বাহী অফিসার পঙ্কজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও যুবলীগের সংগ্রামী সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না, বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারী কমিশনার (এসিল্যান্ড) স্বীকৃতি প্রামানিক, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী তারিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মাদ হোসেন খান ছাড়াও বীর মুক্তিযোদ্ধারা বক্তব্য দেন। এসময় উপজেলা পরিষদ ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে দোয়া অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে প্রদীপ প্রজ্জ্বলন করা হয় বলে উপজেলা প্রশাসন সূত্রে জানাগেছে। আজকের তানোর