রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৭:২৬ pm
নিজস্ব প্রতিবেদক, তানোর :
স্বাস্থ্যবিধি মেনে রাজশাহীর তানোরে দি এশিয়া ফাউন্ডেশনের অর্থায়নে ও উন্নয়ন সংস্থা মানব কল্যাণ পরিষদ -এমকেপি কর্তৃক বাস্তবায়নাধীন ‘পিস’ প্রকল্পের আওতায় দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ (১৪ ডিসেম্বর) মঙ্গলবার সকাল সাড়ে, ৯টার দিকে তানোর উপজেলা অডিটোরিয়ামে ‘উগ্রবাদ প্রতিহতকরণ নাগরিকদের সচেতনতা বৃদ্ধিকরণ’ নামক দিন ব্যাপী রিফ্রেসাস প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
কর্মশালায় অত্র উপজেলার ৬টি ইউনিয়নের মধ্য থেকে ৮টি ওয়ার্ড সিপিএফ সদস্যগণের উপস্থিতিতে প্রধান অতিথির বক্তব্য দেন, তানোর থানার অফিসার ইনচার্জ রাকিবুল হাসান। এসময় বিশেষ অতিথি বক্তব্য দেন, এশিয়া ফাউন্ডেশননের প্রোগ্রাম অফিসার শফিউল আওয়াল। শুভেচ্ছা বক্তব্য দেন, মানব কল্যাণ পরিষদের প্রজেক্ট ম্যানেজার মুনিরা পারভীন ।
এসময় প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন, মানব কল্যাণ পরিষদের প্রোগ্রাম অফিসার লাইলি খাতুন, উপজেলা কো-অর্ডিনেটর শহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, কমিউনিটি পুলিশিং ফোরামের ২৭জন বিভিন্ন কমিটির সদস্যগন দিনব্যপি কর্মশালায় অংশগ্রহন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওসি রাকিবুল হাসান বলেন, মূলত পুলিশ ও জনগনের মধ্যকার দূরত্ব কমিয়ে পরস্পরের মধ্যে বিশ্বাস ও আস্থা তৈরির মাধ্যমে এলাকার মাদক, ইভটিজিং, বাল্যবিয়ে, যৌতুক এবং নারী নির্যাতন রোধ উগ্র ও সন্ত্রাসবাদ মোকাবিলা করে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত পুলিশের একটি প্রশংসনীয় উদ্যোগ হলো কমিউনিটি পুলিশিং।
মূলত এলাকায় অপরাধ প্রতিরোধ ও আইন প্রয়োগে কমিউনিটি পুলিশিং কিভাবে তারা পুলিশকে সহায়তা করবে এবং করোনা পরিস্থিতিতে করনীয় বিষয়ে কর্মশালার মুখ্য উদ্দেশ্য। আজকের তানোর