শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৫:১৩ am

সংবাদ শিরোনাম ::
মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল আঘাতের দাগে সম্পর্কের রূপান্তর ! রাজু আহমেদ তানোরে শিক্ষক সমিতিকে নিজ পকেটে রাখতে মরিয়া বিএনপি নেতা মিজান অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে লড়তে চান জেড আই খান পান্না নগরীতে বিএনপি নেতাকে ছুরিকাঘাত আগামী ২৯ নভেম্বর খুলছে রাজশাহী সুগার মিল জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে স্মরণসভা রাজশাহীতে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১১ বাগমারা জাতীয় পার্টির সভাপতি আবু তালেবের ইন্তেকাল তানোরে মসজিদের এসি অফিসার্স ক্লাবে, ইমামের অর্থ আত্নসাৎ প্রমান পেয়েছে তদন্ত কমিটি সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে তানোরে বিএনপির কর্মীসভা নগরীতে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন অপরাধে ৮ জন গ্রেপ্তার লীজকৃত পুকুর দখল, মালিককে বুঝিয়ে দিতে কাজ করছে কর্তৃপক্ষ
কেশরহাটে হোটেলের আগুনে পুড়লো সার ও কীটনাশনকের দোকানঘর

কেশরহাটে হোটেলের আগুনে পুড়লো সার ও কীটনাশনকের দোকানঘর

নিজস্ব প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর কেশরহাট পৌর বাজারে“হোটেল অবকাশ” এর চুলার আগুনে পুড়ে গেছে সার ও কীটনাশনক এর দোকানঘর।সেই সাথে হুমকিতেরয়েছে ৬০ টিরও বেশী প্রতিষ্ঠান। এ বিষয়ে কাঠের চুলা অপসারন প্রসঙ্গে হোটেল অবকাশ-এর স্বত্তাধিকারী রিয়াজুল ইসলামের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহবিভিন্ন দপ্তরেঅভিযোগ দায়ের করেন ব্যবসায়ী দোলোয়ার হোসেন,মামুন, আব্দুল হাইসহ ৬০ জনব্যবসায়ী।

গত ২১ নভেম্বও দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এই অগ্নিকান্ডেরঘটনা ঘটে।স্থানীয়রাজানিয়েছে, দুর্ঘটনা কবলিত সুতার দোকানসহ ২০টি দোকানছিলো। ওই রাত সাড়ে নয়টার সময় ব্যবসায়ী দোলোয়ার হোসেনসহ অন্যান্য ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাড়ীচলে যান। গভীররাতে সার ও কীটনাশকব্যবসায়ী দেলোয়ার হোসেনজানতেপারেন, রিয়াজুল ইসলামের“হোটেল অবকাশ”এররান্নারচুলা থেকে আগুন ধরলে বিষয়টি স্থানীয়রা দেখেই নেভানোর উদ্যোগ নেয়।

কিন্তু বৈরিআবহাওয়ারকারণে মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে করে দোলোয়ার হোসেনের সার ও কীটনাশকদোকানসম্পূর্ণ পুড়েযায়। ক্ষতিগ্রস্তদের দাবি আগুনে সবকিছুপুড়েঅন্তত ২লাখ ৫০টাকার ক্ষতি সাধন হয়। মোহনপুর ফায়ার সার্ভিস স্থানীয়দের কাছ থেকে খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে গিয়ে ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ব্যবসায়ী দোলোয়ার হোসেনসহ ৬০ জনেরও বেশী ব্যবসায়ীরা জানান,এই নিয়ে তিনবার“হোটেল অবকাশ”এর চুলা থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এই অবস্থা চলতে থাকলে যে কোন মূহুর্তে হোটেলের আশে-পাশের ব্যবসা প্রতিষ্ঠান গুলো ভষ্মিভুতহয়ে যেতে পারে। ব্যবসায়ীরা আরো জানান, আমরা হোটেল মালিক রিয়াজুল ইসলামকে কাঠের চুলা অপসরণের জন্য বলতে গেলে তিনি অকথ্য ভাষায়গালমন্দ ও হুমকি প্রদর্শন করেন।

এ বিষয়ে কেশরহাট পৌর মেয়র শহিদুজ্জামান শহিদ- এর সাথে যোগাযোগ করাহলে তিনি জানান,বিষটি তিনি জানেন, হোটেল মালিক এবং ব্যবসায়ীদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করাহবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সানওয়ার হোসেন সাথে যোগাযোগ করা অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.