শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৯:২২ am
নিজস্ব প্রতিবেদক : শৈত্য প্রবাহে কুড়িগ্রামে দেশে সবচেয়ে কম ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর রাজশাহীতে তাপমাত্রা নেমেছে ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। রোববার দেশের দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তরের কর্মকর্তরা।
রাজশাহী আবহাওয়া দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, রোববারের এই তাপমাত্রা রাজাশাহীতে এ মৌসুমেরও সর্বনিম্ন তাপমাত্রা। হঠাৎ করেই তীব্র শৈত্য প্রবাহ শুরু হয়েছে। এই অবস্থা আরও ৩ থেকে ৪ দিন থাকতে পারে।
তিনি বলেন, তাপমাত্রা সাধারণ ৪-৬ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে বলে তীব্র শৈত্য প্রবাহ। রাজশাহীতে রোববার সকাল ৬টার পর সর্বন্নি তাপমাত্রা রেকর্ড করা হয় ৫ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস, যা তীব্র শৈত্যপ্রবাহের মধ্যে পড়ে। এ দিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
এর আগের দিন শনিবার রাজশাহীর সর্বনিম্ন তামপাত্রা ছিল ১১ ডিগ্রী সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা কমে যাওয়ার কারণে তাপমাত্রা হঠাৎ করে ৫ ডিগ্রির বেশী কমে গিয়েছে বলে জানান তিনি।
এদিকে, রোববার দুপুর পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা পড়ে রয়েছে চারদিক। রাতে ছিপছিপ বৃষ্টির মতো শিশির ঝরেছে । প্রয়োজন ছাড়া খুব একটা বের হচ্ছে না মানুষ। তবে ঠাণ্ডাকে উপেক্ষা করে অনেক শ্রমজীবী মানুষ কাজে বের হয়েছেন, তাদের অবস্থা জুবুথুবু। প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে ভুগছেন তাদের অনেকে। আজকের তানোর