শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল :
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদে আগামী ২৬ ডিসেম্বর নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ গ্রহণযোগ্য করার লক্ষ্যে বিশেষ আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে ।
আজ শনিবার ১১ ডিসেম্বর দুপুর ১২টার দিকে উপজেলা হলরুমে স্থানীয় প্রশাসন আয়োজিত সভায় আইন-শৃঙ্খলা সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পুর্ন করতে বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহমেদ, উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা রোকাব আলী দেওয়ান এবং নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা।
এসময় ৪ টি ইউনিয়ন কসবা, ফতেপুর, নাচোল সদর ও নিজামপুর ইউনিয়নের চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত আসনের সদস্য পদের প্রার্থীরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহমেদ বলেন, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সে সাথে তিনি সকল পেশাজীবী মানুষের একান্ত সহযোগিতা কামনা করেন ।
উল্লেখ্য ইউপি নির্বাচনে চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর নাচোল উপজেলার ৪টি ইউনিয়নে ভোটগ্রহণ হবে । এতে সাধারণ ওয়ার্ড সংখ্যা ৩৬, সংরক্ষিত ওয়ার্ড সংখ্যা ১২ , ভোট কেন্দ্রের সংখ্যা ৫৪, মোট ভোটকক্ষ ৩১২ এবং অস্থায়ী ভোটকক্ষ ৪৭।
১নং কসবা ইউনিয়নে ভোটার সংখ্যা ২৫ হাজার ৪৯ , ২নং ফতেপুর ইউনিয়নে ভোটার সংখ্যা ২৪ হাজার ১৮৪, ৩নং নাচোল ইউনিয়নে ভোটার সংখ্যা ২৭ হাজার ৮৫২ এবং ৪নং নিজামপুর ইউনিয়নে ভোটার সংখ্যা ২২ হাজার ৩৮৫। আজকের তানোর