রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৯:৩২ am
ক্রীড়া ডেস্ক : প্রথম ইনিংসে অল্পতেই থেমেছিল ইংল্যান্ডের ইনিংস। অস্ট্রেলিয়ার বোলারদের সামনে একরম অসহায় আত্মসমর্পনই করতে হয়েছিল তাদের। উল্টো দিকে নিজেদের প্রথম ইনিংসে রান পাহাড়ে চড়ে অস্ট্রেলিয়া। তাতে ইংলিশদের চ্যালেঞ্জটা যায় আরও বেড়ে। তবে নিজেদের দ্বিতীয় ইনিংসে ছেড়ে কথা বলছে না সফরকারীরাও।
ব্রিসবেনে নিজেদের প্রথম ইনিংসে কেবল ১৪৭ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। তবে দ্বিতীয় ইনিংসে জো রুট ও ডেভিড মালানের জুটির কল্যাণে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা। নিজেদের প্রথম ইনিংসে ৪২৫ রান করে অলআউট হয় অস্ট্রেলিয়া। ম্যাচের দ্বিতীয় দিনে সেঞ্চুরি পূর্ণ করা ট্রেভিস হেড তৃতীয় দিনে পাড় করেন ১৫০ রানের কোটা।
কিন্তু এর চেয়ে আর বড় করতে পারেননি নিজের ব্যক্তিগত সংগ্রহ। ১৪ চার ও ৪ ছক্কায় ১৪৮ বলে ১৫২ রান করে মার্ক উডের বলে বোল্ড হয়ে শেষ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফিরে যান তিনি। এর আগেই আগের দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান মিচেল স্টার্ক আউট হন।
৬৪ বলে ৩৫ রান করে ক্রিস উইকসের বলে ররি বার্নসের হাতে ক্যাচ তুলে দেন তিনি। ৭ উইকেটে ৩৪৩ রান নিয়ে দিন শুরু করা অস্ট্রেলিয়া অলআউট হয় ৪২৫ রানে। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বিপাকে পড়ে ইংল্যান্ডও।
দলীয় ২৩ রানের সময় সাজঘরে ফেরেন ওপেনার ররি বার্নস। ২৭ বলে ১৩ রান করে প্যাট কামিন্সের বলে উইকেটের পেছনে অ্যালেক্স ক্যারির হাতে ক্যাচ তুলে দেন তিনি। এরপর দলের ৬১ রানের সময় ৫৮ বলে ২৭ রান করে হাসিব হামিদও আউট হন। স্টার্কের বলে ক্যারির হাতে ক্যাচ দেন তিনি।
কিন্তু এরপরই হাল ধরেন ডেভিড মালান ও অধিনায়ক জো রুট। এ দুজনের অবিচ্ছিন্ন ১৫৯ রানের জুটিতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড। স্বাগতিকদের চেয়ে পিছিয়ে আছে ৫৮ রানে। ৮০ রান করে মালান ও ৮৬ রান করে জো রুট চতুর্থ দিন শুরু করবেন তাদের হয়ে। আজকের তানোর