রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৮:৩৭ am
ক্রীড়া ডেস্ক : বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নির্বাচনে ভোটের লড়াই হচ্ছে না। সভাপতি, মহাসচিবসহ সব পদেই একজন করে প্রার্থী থাকায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে।
বৃহস্পতিবার ছিল নির্বাচনের মনোনয়নপত্র জমার দিন। সভাপতি, ৫ সহসভাপতি, মহাসচিব, ৩ উপ-মহাসচিব, ট্রেজারার ও ২৬ সদস্য পদের জন্য অতিরিক্ত মনোনয়ানপত্র জমা পড়েনি। যে কারণে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন।
এবারের নির্বাচনে সবচেয়ে আলোচিত ঘটনা গত কমিটির কোষাধ্যক্ষ কাজী রাজীব উদ্দীন আহমেদ চপলের নতুন কমিটিতে জায়গা না পাওয়া এবং উপ-মহাসচিব থেকে অবনমন হয়ে আসাদুজ্জামান কোহিনুরের সদস্য হওয়া।
গত কমিটিতে ছিলেন এবার নেই তাদের উল্লেখযোগ্য হচ্ছেন-বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদুর রহমান বাবলু, বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি কে এম শহীদুল্লাহ, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি নুরুল ফজল বুলবুল।
নতুন কমিটিতে কোষাধ্যক্ষ হয়েছেন বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক এ কে সরকার। উপ-মহাসচিবের মধ্যে নতুন মুখ বাংলাদেশ শ্যুটিং স্পোর্টস ফেডারেশনের সাধারণ সম্পাদক ইন্তেখাবুল হামিদ অপু। সহসভাপতি হিসেবে আছেন নতুন মুখ বাফুফের সহসভাপতি কাজী নাবিল আহমেদ।