রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৬:৫০ am
শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কসবা ইউনিয়নের কালইর গ্রামে ভারত-বাংলাদেশের নবনির্মিত বিদুৎ সংযোগের বৈদ্যুতিক তার নিয়ে খেলা করার সময় ২ জন শিশু নিহত হয়েছে। ৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নাচোল থানার ওসি সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শিশু হচ্ছে, নাচোল উপজেলার কালইর গ্রামের মাসুদ রানার ছেলে সজিব (১৩) ও একই এলাকার মিঠু আলীর মেয়ে লামিয়া আক্তার (৯)। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
স্থানীয় বাসিন্দা, প্রতক্ষ্যদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে সজিব ও লামিয়া বাড়ি থেকে মাঠের দিকে ছাগল চরাতে যায়। সেখানে মাটিতে পড়ে থাকা বৈদ্যুতিক তার নিয়ে তারা খেলা করছিল দুজন। এ সময়ে বৈদ্যুতিক কাজে নিয়োজিত শ্রমিকরা তারটি টান দিলে তারা ওই তারে ঝুলে যায় এবং তার টানানোর টাওয়ারের উপর উঠে যায়।
স্থানীয় বাসিন্দা কবির জানান, তারের চাপে ঘটনাস্থলেই সজিবের মৃত্যু হয়। গুরুতর আহত হয় লামিয়া। পরে হাসপাতালে নিয়ে যাবার পথে লামিয়ার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী হাসান নামে একজন বলেন, ঘটনার পর স্থানীয়রা আহত লামিয়াকে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাচোল থানার ওসি সেলিম রেজা বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার সময় এ প্রতিবেদককে জানান, দুর্ঘটনার খবর শুনেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। আজকের তানোর