সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৩:০২ am
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পুঠিয়া উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে। পুঠিয়া উপজেলায় শুধু দুইটি ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।
এর মধ্যে বানেশ্বর ইউনিয়ন ও বেলপুকুর ইউনিয়নের ইউপি নির্বাচন উপলক্ষে দুই ইউপির চেয়ারম্যান প্রার্থীসহ অন্যান প্রার্থীরা বুধবার মনোনয়নপত্র জমা দিতে যান পুঠিয়া উপজেলা নির্বাচন অফিসে।
এ উপলক্ষে বুধবার ঘোড়ার গাড়ি টমটমে চড়ে শতাধিক মোটরসাইকেল, মাইক্রোবাস, ট্রাক, নসিমন, করিমনে হাজারো মানুষ নিয়ে শোভাযাত্রার মধ্য দিয়ে মনোনয়ন পত্র জমা দিতে যান বেলপুকুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র চেয়ারম্যান পদ প্রার্থী বদিউজ্জামান বদি।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে বেলপুকুর ইউনিয়নের হাজার হাজার মানুষ মটোরসাইকেল শোভাযাত্রা নিয়ে পুঠিয়া উপজেলা নির্বাচন অফিসে রওনা হন। বিশাল এ শোভাযাত্রা নিয়ে দুপুর ১টার দিকে পুঠিয়া উপজেলা নির্বাচন অফিসে গিয়ে মনোনয়ন পত্র জমা দেন বদিউজ্জামান বদি।
এসময় বদিউজ্জামান বদি বলেন, বিজয়ের ৫০ বছর পূর্তির আনন্দের সাথেই মনোনয়নপত্র জমা দেওয়ার লক্ষ্যেই আজ এই শোভাযাত্রা করা হয়েছে। আমি আশাবাদী যে বেলপুকুর ইউনিয়নের ৮০ ভাগ মানুষই আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে।
অপরদিকে, পুঠিয়া উপজেলার ৪ নং বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের মনোনিত প্রার্থী আবুল কালাম আজাদ মনোনয়র পত্র জমা দিতে যান।
এছাড়াও মনোনয়নপত্র জমা দিয়েছেন বেলপুকুর ইউনিয়নের আ.লীগের মনোনিত চেয়ারম্যান প্রার্থী রাজিবুল ইসলাম রাজিব।
অন্যদিকে, পুঠিয়া উপজেলার দুই ইউনিয়নের নারী সংরক্ষিত আসনের ও ইউপি সদস্য পদ প্রার্থীরাও মনোনয়ন পত্র জমা দেন বলে জানিয়েছেন পুঠিয়া উপজেলা নির্বাচন কমিশনার। আজকের তানোর