সমবার, ১৬ েপ্টেম্বর ২০২৪, সময় : ০২:৪৫ pm
ডেস্ক রির্পোট :
জাপানে প্রায় এক দশক ধরে ফ্রিজে মায়ের লাশ লুকিয়ে রেখেছিল এক মেয়ে। বাড়ি ছাড়া হওয়ার ভয়ে নিজের মাকে এভাবে ফ্রিজে লুকিয়ে রেখেছিলেন বলে ৪৮ বছর বয়সের ইউমি ইওশিমো পুলিশের কাছে স্বীকার করেছে।
শনিবার স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে বিবিসি এ খবর জানিয়েছে। পুলিশ জানিয়েছে ওই মহিলার মৃতদেহ বেঁকিয়ে ফ্রিজারে ঢোকানো হয়েছিল। মৃত মহিলার শরীরের কোন আঘাতের চিহ্ন নেই।
খবরে বলা হয়, বাড়ি ভাড়া দিতে না পারায় গত বুধবার ইওশিমোকে ওই ফ্ল্যাটবাড়ি ছাড়তে বাধ্য করা হয়। এরপর এক ক্লিনার দেখতে পান ফ্রিজের ভিতর লাশ।
টোকিওর কাছে চিবা শহরের এক হোটেল থেকে ইওশিমোকে শুক্রবার গ্রেফতার করা হয়। সূত্র : যুগান্তর। আজকের তানোর