সমবার, ১১ নভেম্বর ২০২৪, সময় : ০২:৪৭ am
ডেস্ক রির্পোট : কাজী আনোয়ার হোসেনের ‘মাসুদ রানা’ অবলম্বনে জাজ মাল্টিমিডিয়া নির্মাণ করছে সিনেমা ‘এম আর নাইন’। বিভিন্ন কারণে আলোচনায় সিনেমাটি। এটি পরিচালনা করছেন আসিফ আকবর। এ সিনেমায় মাসুদ রানা চরিত্রে অভিনয় করবেন এ বি এম সুমন। তার বিপরীতে চুক্তিবদ্ধ হয়েছেন বিদ্যা সিনহা মিম। সিনেমায় ভারতীয় গুপ্তচর ‘সুলতা রাও’ চরিত্রে দেখা যাবে মিমকে। গেল সপ্তাহে চুক্তিবদ্ধ হয়েছেন এ অভিনেত্রী।
থ্রিলারধর্মী এ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া ও হলিউডের অ্যাভেইল এন্টারটেইনমেন্ট। ‘এম আর নাইন’ সিনেমায় যুক্ত হওয়া প্রসঙ্গে মিম বলেন, ‘অনেক দিন থেকে ছবিটিতে কাজের ব্যাপারে কথা হচ্ছিল। কিন্তু চুক্তি না হওয়া পর্যন্ত প্রকাশ করতে চাইনি। গত শনিবার চুক্তি করেছি।’
সিনেমাটি বাংলাদেশি প্রযোজক আবদুল আজিজ। সংবাদমাধ্যমকে তিনি জানান, ১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চিত্রায়ণ। বাংলাদেশের বিভিন্ন লোকেশনে চিত্রায়ন হবে টানা ২৫ দিন। এরপর যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে চিত্রায়ন হবে ১৫ দিন। সিনেমায় দুই দেশের টেকনিশিয়ানও থাকবে।
‘এম আর নাইন’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন যৌথভাবে নাজিম উদ দৌলা, আসিফ আকবর, আবদুল আজিজ ও বিউ ক্লার্ক। এ বি এম সুমন, মিম ছাড়াও বাংলাদেশ থেকে এই ছবিতে অভিনয় করছেন তারিক আনাম খান, সানজু জন, সাজ্জাদ, জেসিয়া প্রমুখ।
এদিকে ‘এম আর নাইন’ সিনেমাতে যুক্ত হয়েছিলেন পিয়া জান্নাতুল। ফাইট প্র্যাকটিস, প্রস্তুতিও নিয়েছিলেন তিনি। পরে সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন এ পিয়া। সরে যাওয়ার বিষয়ে জানতে চাইলে এ অভিনেত্রী বলেছিলেন, ‘করোনার কারণে সিনেমার কাজটি পিছিয়ে গেল। তারপর আমার বাচ্চা হলো। বাচ্চা হওয়ার পর চিন্তা করলাম, এ সিনেমার কাজ করা সম্ভব না। কারণ অ্যারিস (অ্যারিস হাসান, পিয়ার ছেলে) এখনো অনেক ছোট। সবমিলিয়ে সিনেমাটি থেকে সরে আসলাম।’ আজকের তানোর