সমবার, ১৬ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৩:২৬ pm
জয়পুরহাট প্রতিনিধি :
ঘোষিত তফসিল অনুসারে ৫ম ধাপে আগামী ২৮ ফেব্রুয়ারি জয়পুরহাট পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে। ইতিমধ্যে আ’লীগের দলীয় মনোনয়ন পেতে আট নেতা হয়েছেন নৌকার কান্ডারি। কে পাচ্ছেন নৌকার প্রতীক? এমন আলোচনা চলছে জেলা শহর জুড়ে। আ’লীগের দলীয় মনোনয়ন পেতে প্রার্থীরা চেয়ে আছেন কেন্দ্রীয় সীদ্ধান্তের দিকে। কেউ কেউ দৌড়-ঝাঁপও শুরু করেছেন।
আ’লীগের দলীয় সূত্র জানায়, আ’লীগের মনোনয়ন প্রত্যাশীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল ২২ জানুয়ারি।৩০ জানুয়ারি কেন্দ্রীয় বোর্ডের মাধ্যমে নৌকা প্রতীকের প্রার্থী ঘোষণা করা হবে। আট জন নেতা ফরম পূরণ করে জেলা আ’লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর জমা দিয়েছেন।
নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশীরা হলেন, বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, জেলা আওয়ামী লীগের সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক জাকির হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি আজম আলী, সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন হিমু, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য নন্দলাল পার্শী, দেওয়ান মোস্তাকুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি সুমন সাহা ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ ই এম মাসুদ রেজা।
জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, পৌরসভা নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২ ফেব্রুয়ারি, ৪ ফেব্রুয়ারি যাচাই বাছাই, প্রত্যাহারের শেষ দিন ১১ ফেব্রুয়ারি এবং প্রতীক বরাদ্দ হবে ১২ তারিখ।
এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট বলেন, দলের আটজন মনোনয়ন প্রত্যাশীদের নাম কেন্দ্রে পাঠানো হয়েছে। কেন্দ্র সীদ্ধান্ত নিয়ে প্রার্থীর নাম ঘোষণা করবেন।