শনিবর, ২৭ জলাই ২০২৪, সময় : ০৬:০১ am

সংবাদ শিরোনাম ::
কোটা সংস্কার সহিংসতায় গুলিবিদ্ধ আরও দুই শিক্ষার্থীর মৃত্যু নগরীতে ছাত্রদলের মিছিলে পুলিশের লাঠিচার্জ, আটক ৫ হতাহতের ঘটনার বিচারবিভাগীয় তদন্তের ঘোষণা প্রধানমন্ত্রীর নাচোলে শিক্ষক সমিতির নির্বাচনে আজিজুর সভাপতি ও আবু সায়েম সম্পাদক সাউন্ড গ্রেনেড বিস্ফোরণে সাবেক ডাকসু নেতা আখতার আটক রাজধানীতে রীরমুক্তিযোদ্ধা সমাবেশ বৃহস্পতিবার গাজায় ইসরাইল বাহিনীর হামলায় নিহত ৫০ রাবি অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা, দুপুর ১২টায় হল ত্যাগের নির্দেশ অনির্দিষ্টকালের জন্য দেশের সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা সরকারি চাকরিতে কোটা আন্দোলন : সারাদেশে সংঘর্ষ, নিহত ৫ বিভাগীয় পর্যায়ে রাজশাহীতে সংবর্ধিত হলেন পাঁচ শ্রেষ্ঠ জয়িতা নাচোল উপজেলা হাসপাতালে ব্যবস্থাপনা কমিটির সভা ছাগলের পিপিআর ভ্যাকসিন ক্রয়ে ৩০ কোটি টাকা লোপাট কোটাবিরোধী আন্দোলকারীদের ওপর ছাত্রলীগের হামলা, আহত ৮০ বাগমারায় এনজিকর্মীর আপত্তিকর ভিডিও ধারণে ৩ জন গ্রেফতার আরইউজের সদস্য হতে আগ্রহীদের কাছ থেকে আবেদন আহ্বান ছাত্রলীগের তিন নেতার পদত্যাগ, ঢাবি ক্যাম্পাসে বিক্ষোভ চাকরিতে কোটা নিয়ে হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ নাচোলে সাবেক প্রেসিডেন্ট এরশাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত কোটা বিরোধী আন্দোলনে রাবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ
জয়পুরহাট পৌর নির্বাচনে নৌকার কান্ডারি হতে চান ৮ নেতা

জয়পুরহাট পৌর নির্বাচনে নৌকার কান্ডারি হতে চান ৮ নেতা

জয়পুরহাট প্রতিনিধি :

ঘোষিত তফসিল অনুসারে ৫ম ধাপে আগামী ২৮ ফেব্রুয়ারি জয়পুরহাট পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে। ইতিমধ্যে আ’লীগের দলীয় মনোনয়ন পেতে আট নেতা হয়েছেন নৌকার কান্ডারি। কে পাচ্ছেন নৌকার প্রতীক? এমন আলোচনা চলছে জেলা শহর জুড়ে। আ’লীগের দলীয় মনোনয়ন পেতে প্রার্থীরা চেয়ে আছেন কেন্দ্রীয় সীদ্ধান্তের দিকে। কেউ কেউ দৌড়-ঝাঁপও শুরু করেছেন।

আ’লীগের দলীয় সূত্র জানায়, আ’লীগের মনোনয়ন প্রত্যাশীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল ২২ জানুয়ারি।৩০ জানুয়ারি কেন্দ্রীয় বোর্ডের মাধ্যমে নৌকা প্রতীকের প্রার্থী ঘোষণা করা হবে। আট জন নেতা ফরম পূরণ করে জেলা আ’লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর জমা দিয়েছেন।

নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশীরা হলেন, বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, জেলা আওয়ামী লীগের সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক জাকির হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি আজম আলী, সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন হিমু, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য নন্দলাল পার্শী, দেওয়ান মোস্তাকুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি সুমন সাহা ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ ই এম মাসুদ রেজা।

জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, পৌরসভা নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২ ফেব্রুয়ারি, ৪ ফেব্রুয়ারি যাচাই বাছাই, প্রত্যাহারের শেষ দিন ১১ ফেব্রুয়ারি এবং প্রতীক বরাদ্দ হবে ১২ তারিখ।

এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট বলেন, দলের আটজন মনোনয়ন প্রত্যাশীদের নাম কেন্দ্রে পাঠানো হয়েছে। কেন্দ্র সীদ্ধান্ত নিয়ে প্রার্থীর নাম ঘোষণা করবেন।

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.