শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ০৯:০০ pm
নিজস্ব প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাটে আসন্ন ছয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোয়নপত্র দাখিল করেছেন আওয়ামীলীগ, জাতীয়পাটি ও স্বতন্ত্র প্রাথীরা। বৃহস্পতিবার নির্বাচন কমিশন কর্তৃক দেয়া মনোনয়ন পত্র দাখিল করার শেষ দিনে উপজেলা নির্বাচন কমিশন অফিসারের কার্যালয়ে চেয়ারম্যান পদে ও কাউন্সিলর পদেসহ সংরক্ষিত মহিলা প্রাথীগন উৎসবমুখর পরিবেশে তাদের নিজ নিজ মনোনয়নপত্র জমা দেন।
বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত ৪র্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফশিল অনুযায়ী আগামী ২৬শে ডিসেম্বার উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাচন কমিশন অফিস সূত্রে জানা যায়, ২৫শে নভেম্বার মনোয়নয়ন দাখিল, ২৯শে নভেম্বার যাচাই, ৩ থেকে ৫ ডিসেম্বও নিম্পত্তি, ৬ই ডিসেম্বার প্রত্যাহারের শেষদিন ও ৭ই ডিসেম্বার প্রতীক বরাদ্দ দেয়া হবে।
মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিন ২৫শে নভেম্বার বৃহস্পতিবার চারঘাট উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ২৯ জন এবং সাধারন সদস্য (মেম্বার) পদে ২৪০ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৭৮জন প্রাথী মনোনয়নপত্র দাখিল করেন।
এর মধ্যে সরদহ ইউনিয়ন পরিষদ এ চেয়াম্যান পদে ৩ জন হলেন হাসানুজ্জামান মধু (আ.লীগ), মতিউর রহমান তপন (ওয়ার্কাস পাটি), মতলেবুর রহমান (স্বতন্ত্র), নিমপাড়া ইউনিয়নে ৭ জনের মধ্যে উল্লেখযোগ্য প্রাথী হলেন অধ্যক্ষ মনিরুজ্জামান (আ.লীগ), আব্দুল কুদ্দুস পলাশ (স্বতন্ত্র), সুজন আলী (স্বতন্ত্র) সহ আরও ৪ জন স্বতন্ত্র প্রাথী, ইউসুফপুর ইউনিয়নে মনোয়নপত্র জমা দেয়া উল্লেখযোগ্য প্রার্থী হলেন, শফিউল আলম (আ.লীগ), রেজাউল করিম (স্বতন্ত্র), আরিফুল ইসলাম মাখন(স্বতন্ত্র)সহ আরও ২ জন স্বতন্ত্র প্রাথী, চারঘাট ইউনিয়নে ৩ জন হলেন, ফজলুল হক (আ.লীগ), মোজাম্মেল হক (স্বতন্ত্র), তোতা মিয়া (স্বতন্ত্র), ভায়ালক্ষীপুর ইউনিয়ন পরিষদে ৪ জন প্রাথী হলেন আব্দুল মজিদ প্রাং (আ.লীগ), আমিনুল ইসলাম (স্বতন্ত্র), জাহাঙ্গীর আলম (জাতীয় পাটি), শওকত আলী বুলবুল (স্বতন্ত্র), শলুয়া ইউনিয়ন পরিষদে ৭ জন হলেন, আবুল কালাম আজাদ (আ.লীগ), ইমরান আলী (জাতীয় পার্টি), জিয়াউল হক মাসুম (স্বতন্ত্র), আবুল কালাম আজাদ (জামায়াত)সহ আরও ৩ জন স্বতন্ত্র প্রাথী।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম বলেন প্রাথীরা শিষ্ঠাচার মেনে কোন রকম বিশৃংখলা ছাড়াই তাদের নিজ নিজ মনোনয়নপত্র জমা দিয়েছে। এছাড়া সুষ্ঠ নির্বাচন এর লক্ষে নির্বাচনী আচরণ বিধি মেনে নির্বাচন কার্যক্রম পরিচালনা করার জন্য তিনি সকলের নিকট সহযোগিতা কামনা করেন। আজকের তানোর