মঙ্গবার, ১৭ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৭:০৫ pm

সংবাদ শিরোনাম ::
একদিনের জন্য শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা রাজশাহী আসছেন আজ বাংলাদেশ ও ভারত ভিসা জটিলতায় চার যৌথ সিনেমা একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির আটক বৈরী আবহাওয়ার অজুহাতে বিদ্যুতের লোডশেডিং, অসহায় মানুষ বাগমারায় সাবেক এমপি এনামুল হক গ্রেফতার বাগমারায় মোমবাতির আগুনে ব্যবসায়ীর দোকান ও বসতবাড়ি পুড়ে ছাঁই মোহনপুরে চুরির মালামাল উদ্ধার, ১২ ঘন্টা পর চোর আটক মোহনপুরে ঈদে মিলাদুননবী (সা:) পালিত রাজশাহীতে ঈদে মিলাদুন্নবী উদযাপিত বাগমারার সাবেক এমপি ইঞ্জিনিয়ার এনামুল ঢাকায় গ্রেপ্তার নগরীতে আদিবাসী নারীকে গলাকেটে হত্যা ধোবাউড়া সীমান্তে সাংবাদিক মোজাম্মেল বাবু-শ্যামল দত্তসহ আটক ৪ মহানবি হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের দিন আজ বাগমারায় বাবা দ্বিতীয় বিয়ে করায় ছেলের আত্নহত্যা শিক্ষার্থীদের আন্দোলনে যোগদান করতে পারেননি রাজশাহী কলেজের নতুন অধ্যক্ষ নির্দিষ্ট সময়ে নিরপেক্ষ নির্বাচন দিতে হবে : অধ্যাপক মজিবুর মোহনপুরে দুর্বৃত্তদের আগুনে মুদির দোকান পুড়ে ছাঁই এক ফ্যাসিস্টকে দেশ ছাড়া করেছি আরেক ফ্যাসিস্টকে জায়গা দিতে নয় : সারজিস মোহনপুরে শিক্ষককে লাঞ্ছিত করে স্কুলের সিসি ক্যামেরাসহ জিনিসপত্র ভাংচুর বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন : লেখক, দুধরচকী
‘ভালো মা’ হওয়ার উপায় বললেন কাজল

‘ভালো মা’ হওয়ার উপায় বললেন কাজল

নারীদের ওপর ‘ভালো মা’ হওয়ার চাপ নিয়ে কথা বলেছেন বলিউড অভিনেত্রী কাজল। সেই সঙ্গে সত্যিকারের মা হওয়ার উপায় বাতলে দিয়েছেন তিনি। মুম্বাইয়ের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কাজল বলেন, ভালো মা মানেই সন্তানকে স্কুলে নিতে যাওয়া আর টিফিন বানিয়ে দেওয়া নয়।

তিনি বলেন, সমাজ অনেক কিছু শেখাতে চায়, তবে সেসব নিয়ম শুনে এবং মেনে মোটেই ‘ভালো মা’ বা ‘মন্দ মা’ হওয়া যায় না। সন্তানকে ভালোভাবে বোঝা, তার অনুভূতিকে গুরুত্ব দেওয়া এবং তাকে সঠিকভাবে গড়ে তোলার মধ্যেই মায়ের কৃতিত্ব।

কাজল এমনই একজন অভিনেত্রী, যিনি বলিউডের সেই নব্বইয়ের দশক থেকে এখন পর্যন্ত নিজের গুরুত্ব ধরে রেখেছেন সমানভাবে। অভিনয়জীবনে দর্শকদের তিনি উপহার দিয়েছেন জনপ্রিয় অনেক সিনেমা। আর মা হিসেবেও সফল। অজয়-কাজলের ঘর আলো করে এসেছে দুই সন্তান।

সাম্প্রতিক ওয়েব সিরিজ ত্রিভঙ্গতে অনুরাধা নামক এক মায়ের ভূমিকায় অভিনয় করেছেন তিনি।

সেটি ঘিরেই কথা ওঠে অভিভাবকত্ব নিয়ে। এই অভিনেত্রী বলেন, ‘ভালো মা’ হয়ে ওঠার চাপটা কখনই কমতে চায় না নারীদের ওপর থেকে। সন্তানকে স্কুল থেকে নিতে না গেলে, তার জন্য নিজের হাতে টিফিন না বানালে নারীদের আর ‘ভালো মা’ হয়ে ওঠা হয় না। ফলে সমস্যা হলো এই যে, খারাপ মা বানিয়ে দেওয়ার কারণের অভাব ঘটে না। এই অভিনেত্রী বলেন, ভালো মা হয়ে ওঠার মতো উপলক্ষের বড়ই অভাব। এদিকে মেয়েদের ওপরে সমাজের এক সাংঘাতিক চাপ থাকে ভালো মা হয়ে ওঠার জন্য।

কর্মজীবী মা ও দিনভর বাড়িতে ব্যস্ত থাকা মায়েদের মধ্যে সামাজিক বিভাজন প্রসঙ্গেও কথা বলেন কাজল।

তিনি বলেন, যে মায়েরা দিনভর বাড়িতে থাকেন ও সন্তানের যত্ন নেন, তাদের আমি মুগ্ধ হয়ে দেখি। তাদের মতো ক্ষমতা সবার থাকে না।

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা। আজকের তানোর 

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.