রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৯:০৩ pm
আশরাফুল ইসলাম রনজু, নিজস্ব প্রতিবেদক :
আজ ২৫ শে নভেম্বর। ঐতিহাসিক বাবলাবন গণহত্যা দিবস। এই দিবসটি উপলক্ষে আজ (২৫ নভেম্বর) বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ আওয়ামী যুবলীগ তানোর উপজেলা শাখার উদ্যোগে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন, তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও যুবলীগের সংগ্রামী সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না। এসময় উপজেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবুল কাশেমের সভাপতিত্বে সভা সঞ্চালনায় ছিলেন, তানোর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন।
সভায় উপস্থিত বক্তব্য দেন, জনদরদী আ’লীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আবুল বাসার সুজন, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সংগ্রামী সভাপতি আব্দুল মতিন, বাধাঁইড় ইউপি চেয়ারম্যান ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক জননেতা আতাউর রহমান ও মুন্ডুমালা পৌর কাউন্সিলর নাহিদ হাসান প্রমুখ।
স্বরণ সভায় বক্তারা বলেন, একাত্তরের বিজয়ের প্রাক্কালে বেদনাবিধুর আজকের দিনে রাজশাহীর ১৭ স্বাধীনতাকামী বীরসন্তানকে পাকিস্তানী দোসরদের সহায়তায় তুলে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। বিজয়ের পরপর ৩১শে ডিসেম্বর পদ্মাচর শ্রীরামপুর এলাকা থেকে সাংসদ ফারুক চৌধুরীর পিতা শহীদ আজিজুল হক চৌধুরীসহ ১৭ স্বাধীনতাকামী বীরসন্তানদের দড়িবাধা লাশ উদ্ধার করা হয়।
তাঁদের লাশ দেখতে সেদিন বোয়ালিয়া ক্লাব চত্বর পদ্মার পাড়ে জনতার ঢল নামে। তবে দুঃখজনক সত্য, স্বাধীনতার ৪৮ বছর অতিবাহিত হলেও সরকারীভাবে বাবলাবন গণহত্যা দিবস পালন করা হয় না। হত্যাকান্ডের স্থানটি নদীগর্ভে বিলীন হতে যাচ্ছে। অবিলম্বে তা সংরক্ষণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। আজকের তানোর