রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৮:৫৮ am
ক্রীড়া ডেস্ক : আইসিসি ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশ নারী দলের রানের পাহারে চাপা পড়ল যুক্তরাষ্ট্র। টাইগ্রেসদের দেওয়া ৩২৩ রানের টার্গেটে খেলতে নেমে মাত্র ৫২ রানে থেমেছে মার্কিনিদের ইনিংস। বাংলাদেশের জয় ২৭০ রানে। বিশাল টার্গেটে খেলতে নেমে যুক্তরাষ্ট্রের হয়ে তারা নরিস ১৬ ও সিন্ধু ১৫ রান করেন। বাকিদের মধ্যে কেউই দশের ঘরও পার হতে পারেননি। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন সালমা, ফাহিমা ও রুমানা আহমেদ।
এর আগে শারমিন আখতারের শতকে ভর করে পাহাড়সম সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ নারী দল। নির্ধারিত ৫০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে লাল-সবুজের প্রতিনিধিদের সংগ্রহ ছিল ৩২২ রান। বাংলাদেশের হয়ে ১৪১ বলে ১৩০ রান করেন শারমিন। আইসিসি আয়োজিত ৫০ ওভারের ম্যাচে বাংলাদেশ নারী দলের হয়ে প্রথম শতক করলেন তিনি।
যুক্তরাষ্ট্রের মেয়েদের ওয়ানডে স্ট্যাটাস নেই বলে এ ম্যাচটি পাচ্ছে না ওয়ানডের স্বীকৃতি। কদিন আগে ৫০ ওভারের ম্যাচকে লিস্ট ‘এ’ হিসেবে গণনা করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। মেয়েদের ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ইনিংসটি ২০১৩ সালে ভারতের বিপক্ষে যৌথভাবে খেলেন সালমা খাতুন ও রুমানা আহমেদ। সালমা অপরাজিত ৭৫ রান, রুমানা ৭৫ রান করে আউট হয়েছিলেন।
জিম্বাবুয়ের হারারেতে টস হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৯৬ রান করেন মুর্শিদা ও শারমিন আখতার। এ সময় ৫৬ বলে ৪৭ রান করে কান্ডানালার শিকার হন মুর্শিদা।
মুর্শিদা আউট হয়ে গেলেও শেষ পর্যন্ত অপরাজিত থাকেন শারমিন। বাকিদের মধ্যে ফারজানা হক ৬৭, নিগার সুলতানা ৩৩ ও লতা মণ্ডল ১৭ রান করেন। যুক্তরাষ্ট্রের হয়ে ৬৪ রান খরচায় ২ উইকেট নেন মোকশা চৌধুরী। একটি করে উইকেট পান গীতিকা কোডালি ও কান্ডালানা। আজকের তানোর