রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৯:৩৬ am
ক্রীড়া ডেস্ক : মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ বনাম পাকিস্তানের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ চলছে, হুট করেই শেকল পেরিয়ে মুস্তাফিজুর রহমানকে উদ্দেশ্য করে মাঠে ঢুকে গেলেন এক দর্শক।
এ ঘটনায় বিব্রতকর অবস্থায় পড়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এমনিতেই গ্যালারি থেকে দর্শকদের মাঠে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। তারপর এখন চলছে করোনা মহামারি। এই অবস্থায় মাঠে দর্শক প্রবেশে বিরূপ প্রভাব পড়তে পারে ক্রিকেটাঙ্গনে। তাই তো সোজা মুস্তাফিজের পায়ের কাছে এসে গেলে সেই দর্শককে দ্রুত সরান নিরাপত্তাকর্মীরা। মুস্তাফিজকেও তুলে নেওয়া হয় মাঠ থেকে, কারণ ওই যে করোনাভাইরাস!
ঘটনা ম্যাচের ১৩তম ওভারে, কড়া নিরাপত্তা আর বেষ্টনী ডিঙিয়ে নর্দান গ্যালারি থেকে সোজা মাঠে ঢুকে পড়েন সেই দর্শক। এ ম্যাচে অবশ্য বাংলাদেশ শেষ পর্যন্ত জয় পায়নি। টাইগারদের দেওয়া ১০৯ রানের টার্গেটে খেলতে নেমে ২ উইকেট হারিয়ে ১১ বল হাতে রেখে লক্ষ্য অতিক্রম করেছে পাকিস্তান। সফরকারী দলের হয়ে ফখর জামান ৫৭ ও মোহাম্মদ রিজওয়ান ৩৯ রান করেন। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট পান মুস্তাফিজুর রহমান ও আমিনুল ইসলাম বিপ্লব।
এর আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ১০৮ রানে শেষ হয় মাহমুদউল্লাহ বাহিনীর ইনিংস। টাইগারদের হারানো ৭ উইকেটের ছয়টিই ছিল ক্যাচ আউট। যার মধ্যে তিনটি তালুবন্দি করেছেন পাক উইকেটকিপার রিজওয়ান। বাংলাদেশের হয়ে ২১ বলে ২০ রান করেন আফিফ।
এক প্রান্তের ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে অন্য প্রান্ত আগলে রাখছিলেন নাজমুল হাসান শান্ত। তার ব্যাটে ভর করেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েও রানের চাকা সচল ছিল টিম টাইগার্সদের। কিন্তু চল্লিশের ঘরে গিয়ে তিনিও কাটা পড়লেন। শাদাব খানের হাতে ফিরতি ক্যাচ দিয়ে ৩৪ বলে ৪০ করে সাজঘরে ফিরেছেন এই ব্যাটার। আজকের তানোর