শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, সময় : ০৪:৪৮ am
নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলছেন, পুলিশ ও প্রশাসন একত্রিত হয়ে যা করতে চাইবে, বাংলাদেশে সেটিই হবে।
রোববার (২১) নভেম্বর বিকেলে রাজশাহীর পবা উপজেলা মিলনায়তনে ভোটগ্রহন কর্মকর্তাদের প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন, নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।
তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে যত অভিযোগ আসছে, তার সবগুলো তদন্ত করা হচ্ছে। যারা দোষী প্রমানিত হবেন তাদের শাস্তি নিশ্চিত করা হবে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিরীর সদস্যরা ও আমরা সেগুলো তদন্ত করে দেখছি।
এ সময় নির্বাচন কর্মশালায় উপস্থিত ছিলেন রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম, জেলা প্রশাসক আব্দুল জলিল প্রমুখ। এদিকে আগামী ২৮ নভেম্বর রাজশাহীর পবা উপজেলায় ৩য় ধাপের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।