সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ১০:৪৯ am
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে করোনা পরীক্ষার কিট নিয়ে অনিয়মের অভিযোগে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে বিষয়টি জেনে এ তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
স্থানীয় সূত্র জানায়, রামেক হাসপাতালে দুটি আরটিপিসিআর ল্যাব। এর মধ্যে একটিতে কিট নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে।
হাসপাতালের এক আরটিপিসিআর ল্যাবের ইনচার্জ শাহ আলমকে প্রধান করে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে হাসপাতালের আরেক আরটিপিসিআর ল্যাবের ইনচার্জ এসএম হাসান এ লতিফ বলেন, এ ধরনের কোনও কমিটি গঠন হয়নি। কিট নিয়ে অনিয়মের অভিযোগ অস্বীকার করে তিনি জানান, তার ল্যাবে এই ধরনের কোনও ঘটনা ঘটেনি। এমন ঘটনা ঘটার প্রশ্নই আসে না।
শামীম ইয়াজদানী বলেন, হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে অনিয়ম হচ্ছে এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনার সত্যতা জানার জন্য দুই সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে নিশ্চিত করে বলতে পারবো। আজকের তানোর