শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৩:২৫ am
নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর চারঘাটে ৪০০ পিস ইয়াবাসহ জেলার গোদাগাড়ী থানার কাঁকনহাট পুলিশ তদন্তকেন্দ্রের সহকারী উপপরিদর্শক (এএসআই) পাঞ্জাব আলীকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে চারঘাটের ইউসুফপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ইউসুফপুর বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার জয়নাল হোসেন জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, এক ব্যক্তি মোটরসাইকেলযোগে বিপুল পরিমাণ ইয়াবাসহ চারঘাট থেকে ইউসুফপুরের দিকে যাচ্ছে। এমন সংবাদ পেয়ে বিজিবির একটি দল রাত সাড়ে ৯টার দিকে ইউসুফপুর পুরনো বিওপির সামনে অবস্থান নেয়। এ সময় ওই মোটরসাইকেলটি ঘটনাস্থলে পৌঁছলে তার মোটরসাইকেলে বাধা একটি ব্যাগ তল্লাশি করে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ সময় পাঞ্জাব আলী নামে ওই ব্যক্তিকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। পরে সে নিজেকে কাকনহাট পুলিশ তদন্তকেন্দ্রের এএসআই দাবি করেন। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারঘাট মডেল থানায় একটি মামলা করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে চারঘাট মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, পাঞ্জাব আলীকে আটক করে মামলা করেছে বিজিবি। তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গ্রেফতারকৃত পাঞ্জাব আলী দীর্ঘদিন চারঘাট মডেল থানায় এএসআই হিসেবে কর্মরত ছিলেন। পরে চলতি বছরের প্রথম দিকে তিনি গোদাগাড়ী থানার কাকটহাট পুলিশ তদন্তকেন্দ্রে বদলি হয়ে যান। তবে বর্তমানে তার বাসা চারঘাটে রয়েছে। আজকের তানোর