রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৩:৩০ pm
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর তানোরে নৌকার পক্ষে নির্বাচন পরিচালনার কারণে ‘ময়না’ কেবল টিভি কন্ট্রোল রুমের স্টোরে পেট্রোল ঢেলে আগুন দেবার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় উপজেলার কলমা ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান পুত্র রানা চৌধুরীসহ ৬ নামধারী ছাড়াও অজ্ঞাত ১৫-১৬ জন সন্ত্রাসির বিরুদ্ধে তানোর থানায় সম্প্রতি (১১ নভেম্বর) দিবাগত রাতে মামলা দায়ের করা হয়েছে। কিন্তু রহস্যজনক কারণে মামলার ৭ দিনেও কাউকে গ্রেফতার করতে পারেনি থানা পুলিশ।
মামলার এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যানের গ্রামের বাড়ি চোরখৈরে ‘ময়না’ কেবল টিভি কন্ট্রোল রুমের স্টোরে আগুন দেন উপজেলার কলমা ইউপি’র নবনির্বাচিত চেয়ারম্যান পুত্র মাসুদ রানা চৌধুরী নিজে। আর অন্য আসামিরা সিসি ক্যামেরা ভেঙে কর্মচারীকে মারধর করেছেন। এসময় তিন লাখ টাকা লুট করা হয়েছে। এছাড়া তিনটি ইডিএফ মেশিন নিয়ে গেছেন। এসব প্রতিটি মেশিনের দাম ১ লাখ ৪০ হাজার টাকা। আর আগুনে বিভিন্ন মেশিনসহ আসবাবপত্র পুড়ে গেছে। এতে ক্ষয়ক্ষতি হয়েছে আরও ১০ লাখ টাকার উপরে।
এঘটনায় তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশীদ ময়না বাদী হয়ে গত বৃহস্পতিবার ভোটের দিন রাতে থানায় একটি মামলা দায়ের করেছেন। ময়না চেয়ারম্যান তানোর উপজেলার কলমা ইউপির চোরখৈর গ্রামের বাসিন্দা। নৌকার প্রার্থী মাইনুল ইসলাম ও রানা চৌধুরীর বাড়িও একই গ্রামে।
জানতে চাইলে চেয়ারম্যান ময়না বলেন, রানা চৌধুরীর বাবা খাদেমুন্নবী বাবু চৌধুরী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি। তিনি ভোটের আগে স্থানীয় সাংসদ ওমর ফারুক চৌধুরী অনুসারী নেতা ছিলেন। তারা একই বংশের মানুষ। কিন্তু বাবু চৌধুরী আ’লীগের দলীয় মনোনয়ন না পেয়ে তিনি আ’লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হয়ে চশমা প্রতিকে চেয়ারম্যান নির্বাচিত হন। বাবা চেয়ারম্যান নির্বাচিত হবার খবরে প্রতিহিংসা মূলক নৌকার প্রার্থী মাইনুল ইসলাম স্বপনের ভোট পরিচালনা করায় ওই গ্রামে স্থাপিত আমার ‘ময়না’ নামক কেবল টিভি কন্ট্রোল রুমের স্টোরে পেট্রোল ঢেলে আগুন দেন রানা চৌধুরী ও তাঁর সন্ত্রাসি বাহিনী। এটা গ্রামের সবাই জানেন। তবে, তাদের পিতা-পুত্রের সন্ত্রাসি কর্মকান্ডের ভয়ে প্রকাশ্যে মুখ খোলার সাহস পাচ্ছেন না কেউ। ঘটনাটি নিয়ে থানায় মামলা করা হয়েছে বলে চেয়ারম্যান।
স্টোরে আগুনে ক্ষয়ক্ষতি সম্পর্কে জানতে চাইলে তানোর ফায়ার সার্ভিস অফিসের স্টেশন অফিসার জহুরুল ইসলাম বলেন, তানোর ফায়ার সার্ভিস স্টেশন হতে আগুন লাগানো স্পট প্রায় ২৫ কিলোমিটার দূরে। আমরা সেখানে যাওয়ার আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়েছে। আগুনে পুড়ে ঘরের ভেতরে ব্যাপক পরিমানে ক্ষয়ক্ষতি দেখা গেছে।
এব্যাপারে মাসুদ রানা চৌধুরীর দাবি, তাঁর বাবা খাদেমুন্নবী বাবু চৌধুরী স্বতন্ত্র চেয়ারম্যানপ্রার্থী হয়ে আওয়ামী লীগের দলীয় প্রার্থীকে বড় ব্যবধানে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এজন্য প্রতিহিংসামূলক তাদের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। জামিতে বেড়িয়ে বোঝা পড়া করা হবে বলে দম্ভোক্তি করেন তিনি।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথ বলেন, ‘ফল ঘোষণার দিন রিটার্নিং কর্মকর্তার অফিসে আমি খাদেমুন্নবী চৌধুরীকে দেখেছি। তাঁর ছেলের চেহারা চিনি না। ছেলে ছিল কি না জানি না। তবে, বিষয়টি পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে বলে জানান ইউএনও।
এনিয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান বলেন, বিষয়টি নিয়ে ঘটনার দিন রাতে থানায় মামলা রুজু করা হয়েছে। এজাহারভুক্ত আসামীদের গ্রেফতারে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি। আজকের তানোর