শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৯:৪১ am
এম এম মামুন (নিজস্ব প্রতিবেদক) মোহনপুর : রাজশাহী মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়ন (ইউপি) নির্বাচনের প্রচারণা শুরুর তৃতীয় দিনেই জয় বাংলার স্লোগান দিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. আবদুল লতিফের সাঁটানো পোস্টার ছেঁড়ার অভিযোগ উঠেছে নৌকা প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে। যদিও নৌকা প্রার্থী এ অভিযোগ অস্বীকার করেছেন। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. আবদুল লতিক সোমবার মোহনপুর উপজেলা নিবার্হী অফিসার, নির্বাচন অফিসার ও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. আবদুল লতিক জানান, আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী মো. হযরত আলীর নেতাকর্মীরা রোববার রাত সাড়ে ৯ টার সময় জাহানাবাদ ইউনিয়নের পুরপাড়া, জাহানাবাদ, পাকুড়িয়া,নোনাভিটাসহ বিভিন্ন বিভিন্ন গ্রামে ঢুকে জয় বাংলা স্লোগান দিয়ে তার ঘোড়া প্রতীকের সাঁটানো নির্বাচনী পোস্টার ছিঁড়ে ফেলেন।
আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী মো. হযরত আলী বলেন, তাঁর কোনো কর্মী পোস্টার ছিঁড়েনি। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য স্বতন্ত্র প্রার্থী মিথ্যা অভিযোগ করেছেন। মোহনপুর উপজেলা নির্বাচন অফিসার মো. জয়নুল আবেদীন বলেন, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. আবদুল লতিক লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে আইন গত ব্যবস্থা নেয়া হবে। আজকের তানোর