বুধবা, ১১ িসেম্র ২০২৪, সময় : ০৬:১০ am
আশরাফুল ইসলাম রনজু, তানোর :
রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভায় নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত (২৭ জানুয়ারী) দিবাগত ভোর রাতে এ ঘটনা ঘটে। এতে তেমন কোন ক্ষয়ক্ষতি না হলেও অফিসের সামনে বেশ কিছু পোষ্টার ও ফেস্টুন পুড়ে গেছে। পরে স্থানীয়রা ছুটে গিয়ে আগুন নিভিয়ে দেন।
এঘটনায় তানোর উপজেলা নির্বাহী অফিসার ও মুন্ডুমালা পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো এবং গোদাগাড়ী তানোর সার্কেল এএসপি আব্দুর রাজ্জাক খানসহ পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এবিষয়ে প্রকাশনগর বাজারের নৌকার অফিসের তত্বাবধায়ক রয়েল আহম্মেদ বলেন, রাত ১১টার দিকে নির্বাচনী নৌকা প্রতীকের অফিস বন্ধ করা হয়। ভোরে কে বা কারা অফিসে আগুন দেয়। পরে স্থানীয়রা ছুটে গিয়ে আগুন নিভিয়ে ফেলে।
এঘটনায় ওই এলাকায় নৌকা প্রতীকের প্রার্থী আমির হোসেন আমীন ও জগ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাইদুর রহমানের কর্মী সমর্থকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। তবে, বৃহস্পতিবার সন্ধ্যায় এরিপোর্ট লেখা পর্যন্ত সংশ্লিষ্ট থানায় কেউ কোন অভিযোগ দেননি।
এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।আজকের তানোর