রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৪:২৬ am
নিজস্ব প্রতিবেদক : জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ৩ দিন ব্যাপী অনুষ্ঠিত অনুর্ধ-১৯ বালক বালিকা গত বুধবার (১০ নভেম্বর) রাত ৮টায় জেলা জিমনাসিয়ামে শেষ হয়েছে। এই প্রতিযোগিতায় বালিকা এককে যারিন ২১ -১৫ পয়েন্টে পেয়ে চ্যাম্পিয়ন ও ১৫ পয়েন্ট পেয়ে নীল আফরিন রানারআপ হয়েছে।
বালিকা এককে ২১-১৫,২১-১৩ সেটে নীল আফরিনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। আর নীল আফরিন রানারআপ হয়েছে। বালক এককে রাব্বী ১৭-২১, ২২-২০-২১-১৪ সেটে নাসিবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। বালক দৈত্বে নাসিব ও সাজিদ জুটি ২১-১৫ ও ২১-১১ সেটে রিদম ও ইউসুফ জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আর রিদম ও ইউসুফ জুটি রানারআপ হয়েছে। গত বুধবার রাত ৮ টায় খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে টুফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক আব্দুল জলিল।
এর আগে তিনি বলেন খেলাধুলায় শারীরিক কাঠামো তৈরীতে সহায়ক ভমিকা পালন করে থাকে। তাই ব্যাডমিন্টন নিয়মিত খেলতে হবে আর প্রশিক্ষন গ্রহন করতে হবে কারন প্রশিক্ষনের বিকল্প নাই। এই খেলা থেকেই একদিন তোমরা রাজশাহী তথা দেশের সুনাম বয়ে আনতে পারবে বলে খেলোয়াড়দের প্রতি আহবান জানান।
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) কল্যাণ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ নাসির উদ্দীন, সাধারন সম্পাদক মোঃ ওয়াহেদুন নবী, জেলা ব্যাডমিন্টন সমিতির আহবায়ক মোঃ মোসফিকুর রহমান হাসনাত। এ সময় যুগ্ম-সম্পাদক নাজমীর আহমেদ আমান,নির্বাহী সদস্য মোঃ নজরুল ইসলাম সরকারসহ অন্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। আজকের তানোর