রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০২:৫৩ pm
নিজস্ব প্রতিবেদক : অধিকাংশ কেন্দ্রের বাইরে বসেছে মিষ্টির দোকান। হেসেখেলে ভোট দিয়েছেন ভোটাররা। সবখানেই ভোটের উৎসবমুখর পরিবেশ। আজ (১১ নভেম্বর) বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত রাজশাহীর তানোর উপজেলার বিভিন্ন ইউনিয়নের কেন্দ্র ঘুরে ভোটের একই চিত্র দেখা গেছে।
দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বৃহস্পতিবার রাজশাহীর তানোর উপজেলার ছয়টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কিন্তু বুধবার আদালতের নির্দেশে তানোর উপজেলার সরনজাই ইউপি নির্বাচন স্থগিত করা হয়েছে।
কচুয়া কেন্দ্রে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী রূপালী রানীর (২৭) বলেন, ‘যত কই লাগারে ইংঞাক ভোট ইং এম আকাদা। ঝামেলা বাং হুইয়াকানা। নিত সারাদিন ভোট এমকইংঞালা।’ অর্থাৎ সবার আগে ভোট দিয়েছি। কোনো ঝামেলা হয়নি। এখন সারাদিন দেখব।
৪৫ বছর বয়সী শিউলী রানী আঙুলের কালি দেখিয়ে বলেন, মানুষ লাইনে দাঁড়ানোর আগেই ভোট দিয়ে ফেলেছেন। আর চিন্তা নেই। হেসে হেসে একই কথা বললেন সেলিনা বেগম (৪৭)।
এ ইউনিয়নের কচয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে লম্বা লাইনে ভোটারেরা। যত মানুষ কেন্দ্রের ভেতরে, তত মানুষ বাইরে। এই অবস্থা দেখে নৌকার প্রার্থী আব্দুল মতিন প্রিজাইডিং কর্মকর্তার কাছে গিয়ে নিজের আশঙ্কার কথা জানালেন, ভোট গ্রহণে দেরি হচ্ছে।
তার মনে হচ্ছে, মানুষ বিরক্ত হয়ে ভোট না দিয়ে ফিরে যাবে। প্রিজাইডিং কর্মকর্তা তাঁকে বোঝালেন, একজন ভোটারকে তিনটি প্রতীকে সিল দিতে হচ্ছে। এ জন্য দেরি হচ্ছে। তারপরও দেড় ঘণ্টায় তার কেন্দ্রের বিপুল সংখ্যক ভোট দিয়েছেন। তিনি আশাবাদী, নির্ধারিত সময়ের মধ্যেই ভোট গ্রহণ সম্পন্ন হবে।
ভোটকেন্দ্রে গৃহবধূ সুলতানা (২৮) বললেন, ‘এক মিনিটে ভোট দিয়েছি।’কেন্দ্রের বাইরে আশরাফুল ইসলাম জিলাপি ভাজা শুরু করেছেন। সেখানেও ভিড় জমতে শুরু করেছেন।
অপরদিকে, কলমা ইউনিয়নের চৈারখৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসে দেখা গেল ভোটকেন্দ্রের ভেতরের চেয়ে বাইরে মানুষের বেশি ভিড়। কেন্দ্রের ভেতরে শুধু নারীদের লম্বা সারি হয়েছে। পুরুষদের সারি ছোট। এই কেন্দ্রে উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না ভোট দেন।
ভোট দিলেন ছানোয়ারা বেগম (৪৫)। তিনি বললেন, তিনটি প্রতীকে সিল দেওয়ার কারণে ভোট দিতে একটু দেরি হচ্ছে। প্রিজাইডিং কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, মেয়েদের পাঠিয়ে দিয়ে পুরুষেরা হয়তো পরে ভোট দেবে। এ জন্য পুরুষদের সারিতে ভোটার কম।
এই ইউনিয়নের ভোট কেন্দ্রে ৯টা ৪ মিনিটে ২ হাজার ৯৯৭টি ভোটের মধ্যে ৩২০টি ভোট পড়েছে। সেখানেও সকাল সকাল ভোটারেরা ভোটকেন্দ্রে এসে হাজির হয়েছেন।
তানোরের চান্দুড়িয়া গাগরন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল সোয়া নয়টায় ১ হাজার ১০০ ভোটের মধ্যে ৩২০টি ভোট পড়েছে। সেখানে ভোটকেন্দ্রের ভেতরে উপচেপড়া ভিড়। সবখানেই উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। কোথাও অপ্রীতিকর ঘটনার কোনো খবর পাওয়া যায়নি। আজকের তানোর