সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৬:৩৭ am
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট-২০২১ ব্যাচ রিক্রুটদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ও শপথগ্রহণ প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজশাহী সেনানিবাসে অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠান। রাজশাহী সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে এ প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে।
এতে ২০২১ ব্যাচের রিক্রুটদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ও শপথ গ্রহণ প্যারেডে উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ করেন জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, লেফটেন্যান্ট জেনারেল এসএম মতিউর রহমান ওএসপি, এসইউপি, এএফডবিউসি, পিএসসি।
শপথ গ্রহণ প্যারেডে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড তার বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সেনাবাহিনীকে একটি প্রশিক্ষিত, উন্নত, সুশৃঙ্খল এবং আধুনিক সাজসজ্জায় সজ্জিত বাহিনী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। দীর্ঘ ৪০ সপ্তাহের কঠোর প্রশিক্ষণ শেষে এই কুচকাওয়াজের মাধ্যমে একদল তরুণ উজ্জ্বল রিক্রুট বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টে সৈনিক হিসেবে যোগদান করবেন।
এদিকে এ বছর সর্ববিষয়ে শ্রেষ্ঠ রিক্রুট বিবেচিত হন শাকিবুল ইসলাম এবং দ্বিতীয় শ্রেষ্ঠ রিক্রুট বিবেচিত হন এসএম তরিকুল ইসলাম। জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, প্যারেড গ্রাউন্ডে পৌছালে তাকে অভ্যর্থনা জানান কমান্ড্যান্ট-বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার।
রিক্রুট ব্যাচ-২০২১ এর প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে রাজশাহী অঞ্চলের উর্ধতন সামরিক কর্মকর্তাবৃন্দ, অফিসারগণ, জেসিও, অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ, অসামরিক কর্মকর্তাগণ, কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ এ সমাপনী কুচকাওয়াজ উপভোগ করেন। আজকের তানোর