শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৯:২১ pm
নিজস্ব প্রতিবেদক : এমপিওভুক্তি হচ্ছেন রাজশাহীর ১৭টি ডিগ্রি কলেজের ১০৪ জন শিক্ষক। এর মধ্যে রাজশাহী নগরীতে তিনটি ডিগ্রি কলেজে ১৬ জন শিক্ষক এমপিও ভুক্ত হচ্ছেন। এগুলোর মধ্যে বোয়ালিয়ার শাহ মখদুম কলেজের ৭ জন, মতিহারের ইসলামিয়া কলেজে ৫ জন, শাহ মখদুমের মেট্রোপলিটন কলেজে ৪ জন।
জানা গেছে, রাজশাহী জেলায় ১০৪ জন ডিগ্রি তৃতীয় শিক্ষক এমপিওভভুক্ত হচ্ছেন। ২০১০ খ্রিষ্টাব্দ থেকে ২০১৬ সাল পর্যন্ত বিভিন্ন কলেজে গভর্নিং বডির মাধ্যমে নিয়োগ পাওয়া এসব শিক্ষককে এমপিওভুক্ত করার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তর থেকে আঞ্চলিক উপপরিচালকদের এ নির্দেশনা দেয়া হয়েছে।
এসব শিক্ষককের অনলাইনে এমপিওভুক্তির আবেদন করতে হবে। রোববার এ নির্দেশ দিয়ে আদেশ জারি করা হলেও আদেশটি সোমবার প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। একই সাথে এসব শিক্ষকের তালিকা প্রকাশ করা হয়েছে।
এছাড়া জেলার চারঘাটের নন্দনগাছী ডিগ্রি কলেজের ১১ জন শিক্ষক, বাগমার মোহনগঞ্জ ডিগ্রি কলেজের ৪ জন, তাহেরপুর কলেজের ১২ জন, পানিয়া নরদাম ডিগ্রি কলেজের ১৪ জন ও হাটগঙ্গপাড়া ডিগ্রি কলেজের ৪ জন, মোহনপুর গালর্স ডিগ্রি কলেজের ১০ জন।
এছাড়াও কেশরহাট ডিগ্রি কলেজের ১ জন ও আত্রাই অগ্রণী ডিগ্রি কলেজের ৩ জন, তানোরের কালীগঞ্জহাট ডিগ্রি কলেজের ৪ জন, বাঘার আড়ানী ডিগ্রি কলেজের ২ জন, পুঠিয়ার পচামাড়িয়া ডিগ্রি কলেজের ১২ জন, দুর্গাপুর কলেজের ৯ জন, গোদাগাড়ীর প্রেমতলী ডিগ্রি কলেজ ও মাটিকাটা আদর্শ ডিগ্রি কলেজের ২ জন শিক্ষক এমপিওভুক্তি হচ্ছেন। আজকের তানোর