শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ১১:২৯ am

সংবাদ শিরোনাম ::
তানোরে শিক্ষক সমিতিকে নিজ পকেটে রাখতে মরিয়া বিএনপি নেতা মিজান অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে লড়তে চান জেড আই খান পান্না নগরীতে বিএনপি নেতাকে ছুরিকাঘাত আগামী ২৯ নভেম্বর খুলছে রাজশাহী সুগার মিল জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে স্মরণসভা রাজশাহীতে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১১ বাগমারা জাতীয় পার্টির সভাপতি আবু তালেবের ইন্তেকাল তানোরে মসজিদের এসি অফিসার্স ক্লাবে, ইমামের অর্থ আত্নসাৎ প্রমান পেয়েছে তদন্ত কমিটি সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে তানোরে বিএনপির কর্মীসভা নগরীতে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন অপরাধে ৮ জন গ্রেপ্তার লীজকৃত পুকুর দখল, মালিককে বুঝিয়ে দিতে কাজ করছে কর্তৃপক্ষ পুঠিয়ায় ভুয়া ডাক্তার ধরে প্রাননাশের হুমকির মুখে সাংবাদিকরা রাজশাহী আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন তানোর থানায় দালালের দৌরাত্ন্য বৃদ্ধি, অসহায় মানুষ দুর্গাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক ৩ জনের কারাদণ্ড গ্রাহকের ৬০০ কোটি টাকা আত্মসাৎ, বন্ধু মিতালীর চেয়ারম্যানসহ আটক ৪ রাজনীতি ও নির্বাচন থেকে আ.লীগকে দূরে রাখতে ছাত্রনেতাদের চাপ অর্ন্তবর্তী সরকারকে নিরপেক্ষ না হওয়ার আহ্বান বিএনপি নেতাদের তানোরে সরকারি কর্মকর্তা ও সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সাম্প্রতিক সময়ে অটোরিকশা বন্ধের দাবিতে সচেতন নাগরকবাসী
বর্তমান সরকার নারী অধিকার নিশ্চিতে কাজ করছে : আয়েন এমপি

বর্তমান সরকার নারী অধিকার নিশ্চিতে কাজ করছে : আয়েন এমপি

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবা পারিলা ইউনিয়ন নির্বাচনী বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বুধবার হাট রামচন্দ্রপুর ডিগ্রী কলেজ অডিটোরিয়ামে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মো. আয়েন উদ্দিন।

প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার নারীর উন্নয়ন নিশ্চিতে কাজ করে যাচ্ছেন। বর্তমান প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা একজন মহীয়সী নারী। বর্তমানে মাননীয় স্পিকারও নারী। এছাড়া বিভিন্ন দপ্তরেও নারী মন্ত্রী রয়েছেন। বর্তমান সরকার নারীদের এগিয়ে নেওয়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

পবা ও মোহনপুর উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে আওয়ামী মনোনীত একটিমাত্র নারী প্রার্থী রয়েছেন। আমি বিশ্বাস করি এই ইউনিয়নে নৌকার প্রার্থী বিজয়ী হলে রাস্তা ঘাটের উন্নয়নসহ নারী অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা রাখবেন তিনি। এই এলাকার নারীরা আরো একধাপ এগিয়ে যাবে। তাই আমাদের সবায়কে ভেদাভেদ ভুলে নৌকাকে বিজয়ী করতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই উন্নয়ন হয়। ইনশাল্লাহ খুব দ্রুতই ইউনিয়নের রাস্তাগুলো পাকা হবে। এই এলাকার প্রায় সবগুলো বিদ্যালয়ে একাডেমিক ভবন হয়েছে। তিনি বলেন, শেখ হাসিনা সরকার ব্যবসা করেনা। মানুষের সেবা করে। এখানে দীর্ঘদিন ধরে জামায়াতের চেয়ারম্যান থাকায় তেমন কোন উন্নয়ন করেনি। দেশের মানুষ আর বিএনপি-জামায়াতের ধ্বংসাত্মক রাজনীতি দেখতে চায় না, তারা চায় উন্নয়ন। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

এমপি আয়েন বলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, তখন দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয় এবং দেশের মানুষ পেট ভরে খেতে পায়। এখন দেশের মানুষ কেউ অনাহারে থাকে না, বিনা চিকিৎসায় মারা যায় না। খাদ্য, শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থা মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে। নৌকা মার্কা দেশের স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক। আগামী ২৮ নভেম্বর এই উপজেলার ইউপি নির্বাচনে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকা মার্কায় ভোট দেয়ার বিকল্প নেই। নৌকা বিজয়ী হলে মানুষের ভাগ্যের অগ্রগতি হবে।

সভায় সভাপতিত্ব করেন পারিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোহরাব হোসেন। পারিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নবীবর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পবা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ইয়াসিন আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাটাখালী পৌর মেয়র আব্বাস আলী, কেশরহাট পৌর মেয়র শহিদুজ্জামান শহীদ, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের চেয়ারম্যান পদপ্রার্থী ফাহিমা বেগম, পবা উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক।

আরো বক্তব্য রাখেন পবা উপজেলা ক্রিড়া বিষয়ক সম্পাদক জুয়েল আহমেদ, পারিলা ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জামাল উদ্দীন, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সেফাত আলী, ৬নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নুরুল ইসলাম, ৭নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি খাইরুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জালাল উদ্দীন, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলেফ উদ্দিন, পারিলা ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক সুইট ইসলাম, পবা উপজেলা ছাত্রলীগ সভাপতি ফরিদুল ইসলাম রাজু।

উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের প্রতিটি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.