রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৭:৪৪ am
ক্রীড়া ডেস্ক : ভারত-পাকিস্তান ম্যাচের সঙ্গে ‘হাইভোল্টেজ’ তকমা জুড়ে গেছে অনেক আগেই। আর বৈশ্বিক টুর্নামেন্টে এই দুই দল মুখোমুখি হলে মুহূর্তেই কোটি দর্শক বসবেন টিভি সেটের সামনে- এটাই স্বাভাবিক। বাদ যায়নি ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচও।
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত মোট দর্শকের ৭০ শতাংশই এসেছে দুবাইয়ে অনুষ্ঠিত ২৪ অক্টোবরের ভারত-পাকিস্তান ম্যাচের। সম্প্রচারক কোম্পানি স্টার এন্ড ডিজনি ইন্ডিয়ার পরিসংখ্যান থেকে উঠে এসেছে এমন তথ্য।
স্টার এন্ড ডিজনি এই বিশ্বকাপে প্রথম রাউন্ডের ১২ ম্যাচ আর সুপার টুয়েলভের ১২ ম্যাচসহ মোট ২৪ ম্যাচের ওপর জরিপ চালিয়েছে। যেখানে এই ২৪ ম্যাচ মিলিয়ে মোট দর্শক সংখ্যা প্রায় ২৪ কোটি। যেখানে ১৬ কোটি ৭০ লাখ দর্শক দেখেছেন ভারত-পাকিস্তান ম্যাচ।
শুধু দর্শক সংখ্যাই নয়, এবারের ভারত-পাকিস্তান রেকর্ড ছাড়িয়েছে আরও অনেক দিক থেকেই। এই বিশ্বকাপের পাক-ভারত ম্যাচে এএমএ (প্রতি মিনিটের দর্শক সংখ্যা) ছিল ৭৮ জন। যা ছাড়িয়েছে ২০১৬ সেমিফাইনালে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের মিনিট প্রতি দর্শক সংখ্যার রেকর্ডকে।
ওয়াংখেড়েতে ঐ ম্যাচ মোট দেখেছিলেন প্রায় ১৪ কোটি দর্শক আর এএমএ ছিল ৬০ জন। এছাড়া এবারের ভারত-পাকিস্তান ম্যাচ ডিজনি প্লাস হটস্টারে দেখেছিলেন ১ কোটি ২০ লাখ দর্শক।
এমন রেকর্ড অর্জনের পর স্টার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, ‘ভারত-পাকিস্তান ম্যাচ তো ইতিহাস সৃষ্টি করেছে। রেকর্ডই বলে দিচ্ছে, এই ম্যাচে দর্শক সংখ্যা বাড়াতে আমরা কতটা পরিশ্রম করেছি। ভবিষ্যতে আমাদের চ্যানেলের বাণিজ্য আরও ভালো হবে বলে আশা করছি।’ আজকের তানোর