সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৫:০৮ am
নিজস্ব প্রতিবেদক : পূর্ব শক্রতার জের ধরে রাজশাহী মহানগরীতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কর্মী পিয়ারুল ইসলাম ওরফে পিরুকে (৩৫) হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিক। রোববার (৭ নভেম্বর) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে তিনি তথ্যটি নিশ্চিত করেন।
আর এ মামলায় এজাহারভুক্ত ছয় আসামির মধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হচ্ছে- মহানগরীর সাধুর মোড় এলাকার সোহানুর রহমান ওরফে সোহান (২২) ও রাণীনগর এলাকার মো. শিমুল (২১)। হত্যাকান্ডের পর পরই মহানগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে বলেও জানান তিনি।
এর আগে শনিবার (৬ নভেম্বর) রাত ৯টার দিকে মহানগরীর রাণীনগর সিটি হাসপাতাল এলাকায় ছুরিকাঘাত করে পিয়ারুল ইসলাম পিরুকে হত্যা করা হয়। নিহত পিরু ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগরীর ২৫ নম্বর ওয়ার্ড কমিটির সদস্য ছিলেন। হত্যাকান্ডের ঘটনায় শনিবার রাত সাড়ে ১১টার দিকে নিহতের বড় ভাই নজরুল ইসলাম ওরফে খসরু (৪৩) বাদী হয়ে মহানগরীর বোয়ালিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন
সংবাদ সম্মেলনে আরএমপি কমিশনার জানান, নিহত পিরু একটি মারামারির মামলার বাদী ছিলেন। সেই মামলার আসামি ছিলেন শিমুল। এ নিয়ে তাদের মধ্যে আগে থেকেই বিরোধ ছিলো। আর ওই শক্রতার জের ধরে শনিবার রাত ৯টার দিকে মহানগরীর রাণীনগর সিটি হাসপাতাল এলাকায় পিরুর বাড়িতে ঢুকে এজাহারভুক্ত আসামিরা ছাড়াও অজ্ঞাত আরও ২-৩ জন মিলে তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে।
এতে ঘটনাস্থলেই পিরুর মৃত্যু হয়। এ মামলায় অন্য আসামিদেরকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার। আজকের তানোর