শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০২:৪৭ pm
ডেস্ক রির্পোট : জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারা দেশে চলা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। আজ রোববার বাসমালিকদের সঙ্গে বৈঠকে বসেছিল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। সেখানে বাস ভাড়া বাড়ানোর পরপরই ধর্মঘট প্রত্যাহার করা হয়।
সভায় দূরপাল্লায় প্রতি কিলোমিটারে ভাড়া বাড়িয়ে করা হয়েছে ১ টাকা ৮০ পয়সা। যা আগে ছিল ১ টাকা ৪২ পয়সা। ভাড়া বেড়েছে ২৭ শতাংশ। এদিকে মহানগরীতে প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়িয়ে করা হয়েছে ২ টাকা ১৫ পয়সা। যা আগে ছিল ১ টাকা ৭০ পয়সা। ভাড়া বেড়েছে ২৬ দশমিক ৫ শতাংশ।
সভায় বাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসের জন্য ৮ টাকা করা হয়েছে।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বলেছেন, আজ থেকে ধর্মঘট প্রত্যাহার করা হলো। এ সময় তিনি আজ থেকে বাস চলাচল করার জন্য মালিকদের নির্দেশনা দেন।
বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার বলেন, ‘আমরা এ প্রস্তাব আজই মন্ত্রণালয়ে পাঠাব। তারপর প্রজ্ঞাপন জারি হবে। আগামীকাল থেকেই এই নতুন ভাড়া কার্যকর করা হবে।’ আজকের তানোর