সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৭:৫৬ am

সংবাদ শিরোনাম ::
রাজধানীতে প্রেসক্লাবে ব্যাটারিচালিত রিকশাচালক, যান চলাচল বন্ধ একতরফা নির্বাচন গায়ের জোরে করতে চাই না কেউ : নতুন সিইসি গাজীপুরে দুর্ঘটনায় নিহর শিক্ষার্থী সাকিবের লাশ রাজশাহীতে দাফন কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল
সবচেয়ে ছোট গরু এখন রাজশাহীতে, ওজন ১৮ কেজি

সবচেয়ে ছোট গরু এখন রাজশাহীতে, ওজন ১৮ কেজি

নিজস্ব প্রতিবেদক : দেশের সবচেয়ে খর্বাকৃতির গরুটি এখন রাজশাহীতে। গরুটি লম্বায় ২৮ ইঞ্চি এবং উচ্চতায় সাড়ে ২৩ ইঞ্চি। আর ওজন মাত্র ১৮ কেজি। টেঙুরা বা ভুট্টি জাতের গরুটি দুই দাঁতের। বয়স আড়াই বছরের কাছাকাছি। তার নাম দেওয়া হয়েছে মাফিন।

গরুটি সংগ্রহ করেছেন রাজশাহীর সওদাগর অ্যাগ্রোর স্বত্বাধিকারী আরাফাত রুবেল। গরুটি মহানগরীর বোয়ালিয়া থানার কালু মিস্ত্রির মোড়ে নিজ বাসায় এনে রেখেছেন তিনি।

এদিকে মাফিনকে একনজর দেখতে খামারি আরাফাত রুবেলের বাসায় ভিড় জমাচ্ছেন লোকজন। অনেকেই গরুটির সঙ্গে সেলফিও তুলছেন। ভিড় জমাচ্ছেন শৌখিন খামারিরাও। মাফিনকে পেতে লাখ টাকাও দাম হাঁকছেন কেউ কেউ। কিন্তু খামারি আরাফাত রুবেল গরুটি বাণিজ্যিকীকরণ না করে দেশের কল্যাণে এটিকে চিড়িয়াখানা অথবা প্রাণিসম্পদ গবেষণার কাজে দিতে চান।

মূলত মাংসের উপযোগী গরু লালন-পালন করেন আরাফাত রুবেল। খবর পেলে দূর-দূরান্ত থেকে ব্যতিক্রমী গবাদিপশুও সংগ্রহ করেন তিনি। তার খামারে শাহিওয়াল, গির, মীরকাদিমের হাঁসা, মুন্ডি ও ব্রাহামা জাতের গরু রয়েছে। সেই তালিকায় যুক্ত হলো ভুট্টি জাতের গরু মাফিন।

মাফিনকে বিক্রি করতে চান না খামারি রুবেল। তিনি বলেন, ক্ষুদ্রাকৃতির গরু হিসেবে তিনি এ গরুটি সংগ্রহ করেছেন। তিনি চান, গরুটি সুস্থ ও স্বাভাবিক গরু হিসেবেই দর্শনার্থীদের জন্য থাক।

এটি এখন দেশের সবচেয়ে খর্বাকৃতির গরু— এমন দাবি করে খামারি আরাফাত রুবেল বলেন, দেশের সবচেয়ে খর্বাকৃতির গরু ছিল ‘রানী’। লম্বায় ২৭ ইঞ্চি, উচ্চতা ছিল ২০ ইঞ্চি। ওজন ছিল ২৬ কেজি। সেটিও ছিল ভুট্টি জাতের গরু। অসুস্থ হয়ে ১৯ আগস্ট দুই বছর বয়সে মারা যায় রানী।

অপরদিকে গাজীপুরের শ্রীপুরে রয়েছে আরেক খর্বাকৃতির গরু টুনটুনি। ৩৩ ইঞ্চি লম্বা এ গরুটির উচ্চতা ২৪ ইঞ্চি। আর ওজন ২২ কেজি। টুনটুনির বয়স ১৪ মাস। সেই হিসাবে রাজশাহীর মাফিনই বর্তমানে দেশের সবচেয়ে ছোট গরু বলে জানান তিনি। মাফিনকে ঢাকার বন্ধু জুয়েল রানার মাধ্যমে সাতক্ষীরা থেকে সংগ্রহ করেছেন।

প্রাণিসম্পদ অধিদফতর রাজশাহীর চিকিৎসক ফজলে রাব্বী শনিবার দুপুরে তার টিম নিয়ে এসে মাফিনকে দেখেছেন। মাফিনের স্বাস্থ্য পরীক্ষা করে গেছেন। মাফিন পুরো সুস্থ এবং স্বাভাবিক আছে বলে তিনি জানিয়েছেন। আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.