রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৭:০৭ am
আন্তর্জাতিক ডেস্ক : পাঞ্জশিরের প্রতিরোধ যোদ্ধাদের তালেবানের সঙ্গে দ্বন্দ্ব মিটিয়ে ফেলার আহ্বান জানিয়েছে রাশিয়া। বুধবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা এই আহ্বান জানান। আফগানিস্তানের একেবারে শেষ প্রান্তের প্রদেশ পাঞ্জশির। পাঞ্জশির নদীর নামেই এই উপত্যকা। কাবুলের মাত্র ৬৫ কিলোমিটার উত্তরপূর্বে হিন্দুকুশ পর্বতমালায় এর অবস্থান।
গত ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে নিলে এই উপত্যকায় বসে বিদ্রোহের ঘোষণা দেন ক্ষমতাচ্যুত আফগান সরকারের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ। তার সঙ্গে ছিলেন ক্ষমতাচ্যুত গনি সরকারের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল বিসমিল্লাহ মোহাম্মদী ও আফগানিস্তানের প্রয়াত মোজাহিদীন কমান্ডার শাহ আহমদ মাসউদের ছেলে আহমদ মাসউদ।
বিদ্রোহীরা তালেবানকে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের দাবি জানিয়ে সেই সরকারে তাদের জায়গা দিতে আহ্বান জানায়।
কিন্তু তিন সপ্তাহের চেষ্টায় গত ৭ সেপ্টেম্বর তালেবান পাঞ্জশির দখল করে নিতে সক্ষম হয়। আহমদ মাসুদ বাহিনী প্রতিবেশী তাজিকিস্তানে পালিয়ে যায় বলে খবর বের হয়।
ভারতের এএনআই খবর অনুসারে, সম্প্রতি পাঞ্জশিরের বিদ্রোহী নেতাদের তাজিকিস্তানে দেখা গেছে। ধারণা করা হচ্ছে সেখানে তারা তালেবানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বিদেশি সহায়তা
আহ্বানসহ ফান্ড গঠন করছেন।
এই ঘটনার পর বুধবার রাশিয়া তালেবানের সঙ্গে সংলাপের মাধ্যমে বিদ্রোহীদেরকে অভ্যন্তরীণ দ্বন্দ মিটিয়ে ফেরার আহ্বান জানিয়েছে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারিভা আফগানিস্তানের রাজনৈতিক ও নৃগোষ্ঠীগুলোকে অভ্যন্তরীণ দ্বন্দ্ব উসকে দেয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। আফগানিস্তানের অস্থিতিশীলতায় রাশিয়া উদ্বিগ্ন বলেও জানান তিনি। সূত্র : যুগান্তর