সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০২:৪৪ pm

সংবাদ শিরোনাম ::
রাজধানীতে প্রেসক্লাবে ব্যাটারিচালিত রিকশাচালক, যান চলাচল বন্ধ একতরফা নির্বাচন গায়ের জোরে করতে চাই না কেউ : নতুন সিইসি গাজীপুরে দুর্ঘটনায় নিহর শিক্ষার্থী সাকিবের লাশ রাজশাহীতে দাফন কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল
পাঁচ শীর্ষ প্রভাবশালীর তালিকায় শেখ হাসিনা

পাঁচ শীর্ষ প্রভাবশালীর তালিকায় শেখ হাসিনা

ডেস্ক রির্পোট : বিশ্ব জলবায়ু সম্মেলন কপ২৬-এর ফলাফল নির্ভর করছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পাঁচ প্রভাবশালী ব্যক্তির ওপর। ১৯৭টি দেশের পরিবর্তনে তারাই সত্যিকারের কাজটি করবেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের ডিলমেকারস বলে আখ্যায়িত করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

শেখ হাসিনা ছাড়া বাকি চারজন হলেন, চীনের জলবায়ু আলোচক শি জেনহুয়া, সৌদি আরবের আয়মান সাসলি, ব্রিটিশমন্ত্রী অলোক শর্মা, স্পেনের বাস্তুসংস্থান পরিবর্তনমন্ত্রী তেরেসা রিবেরা।

বিবিসি বলছে, জলবায়ু সম্মেলনের সফলতা কিংবা ব্যর্থতা এই পাঁচ আলোচকের ওপর নির্ভর করছে। কারণ এক্ষেত্রে তাদের বড় প্রভাব রয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ঝুঁকিপূর্ণদের কণ্ঠস্বর’ হিসেবে আখ্যায়িত করেছে বিবিসি। এতে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি হুমকির মুখে থাকা ৪৮টি দেশের গ্রুপ ক্লাইমেট ভালনারেবল ফোরামের পক্ষে কথা বলেছেন তিনি।

খবরে বলা হয়, শেখ হাসিনা একজন অভিজ্ঞ ও স্পষ্টভাষী রাজনীতিবিদ; যিনি জলবায়ু পরিবর্তনের তরতাজা অভিজ্ঞতা কপ২৬ সম্মেলনে তুলে ধরবেন। গত বছর বাংলাদেশের প্রায় এক-চতুর্থাংশ পানির নিচে তলিয়ে যায়। সেই সময় দেশটিতে বন্যায় ১০ লাখ বাড়ি-ঘর হুমকির মুখে পড়ে।

কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক বিশেষজ্ঞ ড. জেন অ্যালান বলেন, শেখ হাসিনার মতো লোকজন জলবায়ু পরিবর্তনের এক মানবিক মুখ। এছাড়া জলবায়ু পরিবর্তন ইতিমধ্যে কী অবস্থায় চলে গেছে, তা বুঝতে তিনি বিশ্ব নেতাদের সাহায্য করতে পারেন।

বিবিসি বলছে, বিশ্বের দরিদ্রতম দেশগুলোর মধ্যে থাকা সত্ত্বেও জলবায়ুর ঝুঁকি ও স্বল্পোন্নত দেশগুলোর গ্রুপের আলোচনায় তাদের শক্তিশালী অবস্থানের রেকর্ড রয়েছে।

ড. অ্যালান বলেন, কথা বলার ক্ষেত্রে এসব দেশ তাদের অর্থনৈতিক সক্ষমতার চেয়েও বেশি প্রভাব বিস্তার করেছে। কারণ তাদের শক্তিশালী এক নৈতিক কণ্ঠস্বর আছে। তাদের সিদ্ধান্তগুলোও ঐক্যমতের ভিত্তিতে নেওয়া হচ্ছে। জাতিসংঘের অঙ্গ সংগঠনগুলোর মাধ্যমে অগ্রসর সিদ্ধান্ত নিতে ভালো সমঝোতায় পৌঁছানোরও সক্ষমতা রয়েছে তাদের।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্লাসগো বহরের সদস্য ও বাংলাদেশি আলোচক কামরুল চৌধুরীর মতে, একটি সুস্পষ্ট লক্ষ্য নিয়েই ঝুঁকিপূর্ণ দেশগুলো গ্লাসগোতে এসেছে। এসব দেশের ১০০ কোটি মানুষ জলবায়ু ঝুঁকিতে রয়েছে।

তিনি বলেন, ধনী দেশগুলোকে কার্বন নিঃসরণ কমাতে বাধ্য করার মাধ্যমে কোটি কোটি মানুষকে আমরা ঝুঁকিপূর্ণ করতে চাই। আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.